অবার্চীনের গল্পটা...
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০৭ এপ্রিল, ২০১৪, ০৯:৪৯:২৩ রাত
কিছু একটা লিখব বলেই রোজ বসা হয়
দিন শেষের অভিজ্ঞতা গুলো নিয়ে
অথবা হারানো খেয়াল গুলো নিয়ে
অনেক কথার ভীড়ে হারিয়ে যাওয়া গল্প গুলো নিয়ে
কিন্তু...?
@
প্রতিটা পুরনো গল্পের মাঝেই থাকে নতুন কিছু গল্প
কিছু গল্পের হাত ধরেই শুরু হয় নতুন কিছুর গল্প
গল্পে গল্পে বেলা ফুরোয় না বটে,
তবে গল্পের মতোই অনেক কিছু ঘটে!
@
সময়ের সাথে রেখে যাওয়া গল্পটার মাঝেও কিছু ফাঁক থাকে
সময়ের বলে যাওয়া সব কথার পরেও কিছু কথা বাকী থাকে!
আর সেই কথা গুলোই সাজায়,
কিছু নতুন অতৃপ্তির আর কিছু দেনা-পাওনা!
@
অবার্চীনের মতো মন জুড়ে
রোজ গল্প এসে ভীড় করে
চারপাশে,চারিপাশে,চার দেয়ালের ফাঁকে!
তারপর...?
@
একটা গল্প লিখতে ইচ্ছে করে
কোন বাঁশিওয়ালার মতো সেই গল্পের আবেশ
ছড়াতে ইচ্ছে করে!
ইচ্ছে করে ছড়িয়ে যাক গল্পের মায়া
প্রতিটা অক্ষরের মাঝে,প্রতিটা লাইনের ফাঁকে!
@
আবারো অবার্চিনের মতো ভাবনা!
আর এই ভাবনা গুলোই রোজ ডানা মেলে
রোজ নতুন একটা গল্প খুঁজে ফেরে
দিন শেষে এই অবার্চীন মানুষটাই
নিজের আক্ষেপ ভুলে হাসতে শিখে,বাঁচতে শিখে
শত অবার্চীনদের মাঝে...
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাক, আমার আশপাশে আরো অনেক ক'জনকে পাইসি...
মন্তব্য করতে লগইন করুন