কাব্যানুভূতি

লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৮ মার্চ, ২০১৪, ০৮:৩৪:২০ রাত



অনুভূতি কখনো একবারে হারিয়ে যায় না

একটু একটু করে,ক্ষয়ে ক্ষয়ে

তারপর সূর্যি মামার মতো টুপ করে ডুবে যায় বিস্মৃতির সাগরে!

@

তাই কখনো নিজের লেখা কবিতা গুলোই

বড্ড অচেনা মনে হয়!

কবিতার অনুভূতি গুলো ভীষন অপ্রিয় ঠেকে

শুরু হয় অন্য কবিতার যাত্রা।

@

এই অন্য কবিতা গুলোর ভাষা হয় অন্যরকম

লেখা শেষে কিংবা প্রহরের পরের প্রহরে এসে

অন্যরকম কবিতাটা আবার একই রকম ঠেকে!

কবিতা গুলো জীবন্ত হয় সেই একই বেশে।

@

মাঝে মাঝে কাব্য গুলো পুরনো অশ্রুতে ভাসে

মান-অভিমান,রাগ-অনুরাগ আবারো জোয়ার তোলে!

এই জোয়ার কখনো পুরনো অনেক কিছুকে আবারো ফিরিয়ে আনে

আবার কখনো নতুন কিছুকে অনেক দূর ভাসিয়ে নিয়ে চলে।

[বিকেলে,একটা ইনফরমেশনের জন্য টুডে তে এসেছিলাম,তখন কোনভাবেই পারলাম না,ব্লগ অপশনটা ক্লিক না করতে! :( আর ক্লিক করে আরেকবার,নষ্টালজিক হতে বাধ্য হলাম! Happy মনে হচ্ছিলো,অনেকদিন পর কোন চেনা জায়গায় এসেছি!ঘুরতে ঘুরতে মনে হলো, অনেক কিছুই দেখি বদলায়নি,বলা যায় ব্লগটা,আগের মতোই আছে!অবশ্য দেড় মাস খুব দীর্ঘ সময় না!আবার খুব কম সময় ও না!যাইহোক,ভালু থাকুক সবাই,আর সবুজ থাকুক ব্লগ Happy ]

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194303
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৪৩
ভিশু লিখেছেন : খুব সুন্দর...Thumbs Up Rose
অনেক ধন্যবাদ আপনাকে...Happy Good Luck
ভালো লাগ্লো...Happy Good Luck
ভালো থাকবেন... Praying
194314
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৫৩
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনুভূতি কখনো একবারে হারিয়ে যায় না
একটু একটু করে,ক্ষয়ে ক্ষয়ে
তারপর সূর্যি মামার মতো টুপ করে ডুবে যায় বিস্মৃতির সাগরে!
কিন্তু একেবারে মনেহয় ডুবে যায় না! হাবুডুবু খেতে থাকে...সেজন্যই মনেহয় মাঝে মাঝে জীবনকে ঘিরে ধরে দমবন্ধ করা হাহাকার জাগানো শূন্যতা....
194323
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
194340
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩৩
ফেরারী মন লিখেছেন : অনুভূতি কখনো একবারে হারিয়ে যায় না
একটু একটু করে,ক্ষয়ে ক্ষয়ে
তারপর সূর্যি মামার মতো টুপ করে ডুবে যায় বিস্মৃতির সাগরে!

সুন্দর অনুভূতি Rose Rose Rose
194350
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:৪৩
সাফওয়ান লিখেছেন : তাই কখনো নিজের লেখা কবিতা গুলোই
বড্ড অচেনা মনে হয়!
কবিতার অনুভূতি গুলো ভীষন অপ্রিয় ঠেকে
শুরু হয় অন্য কবিতার যাত্রা।

//
অচেনা মনে হইলেই কি খালি অন্য কবিতা লেখেন? চেনা মনে হইলে কি আগেরটাই কনটিনিউ করেন?

ঝান্তে আগ্রহী
194488
১৯ মার্চ ২০১৪ রাত ০৪:৩৩
রাইয়ান লিখেছেন : ফেবুতে সিরিজ লিখতে লিখতে ওটাই তো এখন বেশি আপন হয়ে গেছে তোমার , আমরা তো তোমার থেকে একটা অনুগল্প ও পাইনা , পাতামনি !
194613
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:১০
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
207397
১৪ এপ্রিল ২০১৪ রাত ০১:০৩
বৃত্তের বাইরে লিখেছেন : নতুন আলোয় কাটুক আঁধার। পুরনো সব দুঃখ,মান-অভিমান ভুলে নতুন করে পথ চলার আহবান রইলো। শুভ নববর্ষ Rose Rose Good Luck Good Luck
নিশি অবসান প্রায়,ঐ পুরাতন বর্ষ হয় গত. . আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File