কাব্যানুভূতি
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৮ মার্চ, ২০১৪, ০৮:৩৪:২০ রাত
অনুভূতি কখনো একবারে হারিয়ে যায় না
একটু একটু করে,ক্ষয়ে ক্ষয়ে
তারপর সূর্যি মামার মতো টুপ করে ডুবে যায় বিস্মৃতির সাগরে!
@
তাই কখনো নিজের লেখা কবিতা গুলোই
বড্ড অচেনা মনে হয়!
কবিতার অনুভূতি গুলো ভীষন অপ্রিয় ঠেকে
শুরু হয় অন্য কবিতার যাত্রা।
@
এই অন্য কবিতা গুলোর ভাষা হয় অন্যরকম
লেখা শেষে কিংবা প্রহরের পরের প্রহরে এসে
অন্যরকম কবিতাটা আবার একই রকম ঠেকে!
কবিতা গুলো জীবন্ত হয় সেই একই বেশে।
@
মাঝে মাঝে কাব্য গুলো পুরনো অশ্রুতে ভাসে
মান-অভিমান,রাগ-অনুরাগ আবারো জোয়ার তোলে!
এই জোয়ার কখনো পুরনো অনেক কিছুকে আবারো ফিরিয়ে আনে
আবার কখনো নতুন কিছুকে অনেক দূর ভাসিয়ে নিয়ে চলে।
[বিকেলে,একটা ইনফরমেশনের জন্য টুডে তে এসেছিলাম,তখন কোনভাবেই পারলাম না,ব্লগ অপশনটা ক্লিক না করতে! :( আর ক্লিক করে আরেকবার,নষ্টালজিক হতে বাধ্য হলাম! মনে হচ্ছিলো,অনেকদিন পর কোন চেনা জায়গায় এসেছি!ঘুরতে ঘুরতে মনে হলো, অনেক কিছুই দেখি বদলায়নি,বলা যায় ব্লগটা,আগের মতোই আছে!অবশ্য দেড় মাস খুব দীর্ঘ সময় না!আবার খুব কম সময় ও না!যাইহোক,ভালু থাকুক সবাই,আর সবুজ থাকুক ব্লগ ]
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে...
ভালো লাগ্লো...
ভালো থাকবেন...
একটু একটু করে,ক্ষয়ে ক্ষয়ে
তারপর সূর্যি মামার মতো টুপ করে ডুবে যায় বিস্মৃতির সাগরে! কিন্তু একেবারে মনেহয় ডুবে যায় না! হাবুডুবু খেতে থাকে...সেজন্যই মনেহয় মাঝে মাঝে জীবনকে ঘিরে ধরে দমবন্ধ করা হাহাকার জাগানো শূন্যতা....
একটু একটু করে,ক্ষয়ে ক্ষয়ে
তারপর সূর্যি মামার মতো টুপ করে ডুবে যায় বিস্মৃতির সাগরে!
সুন্দর অনুভূতি
বড্ড অচেনা মনে হয়!
কবিতার অনুভূতি গুলো ভীষন অপ্রিয় ঠেকে
শুরু হয় অন্য কবিতার যাত্রা।
//
অচেনা মনে হইলেই কি খালি অন্য কবিতা লেখেন? চেনা মনে হইলে কি আগেরটাই কনটিনিউ করেন?
ঝান্তে আগ্রহী
নিশি অবসান প্রায়,ঐ পুরাতন বর্ষ হয় গত. . আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. . .
মন্তব্য করতে লগইন করুন