চলমান নদী..
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৯:২৩ বিকাল
আমি চলমান নদীর তীর ধরে
একবার হেঁটে আসতে চাই,
আমি তীর ঘেষে দাঁড়াবো খানিকক্ষন
আমার সামনে চলমান নদী
আমি দাঁড়িয়ে রইবো যেনো অজস্র জনম!
আমি চলমান নদীর তীর ধরে
একটি বার হেঁটে আসতে চাই
খানিকটা সময় তার তীর ধরে
বসে থাকতে চাই,
আমার উপরে খোলা আকাশ
ভেসে যাচ্ছে নীল মেঘের দল
আমি বসে আছে নদীর তীরে
যেনো পিছুটানহীন কোন জন!
আমি চলমান নদীর তীর ধরে
একটিবারের জন্য হেঁটে আসতে চাই
হতে পারে তা কোন রাত্রী বেলায়
আকাশ জুড়ে হেসে চলছে একটা পূর্ণিমা
আমি তার নিচে বসে আছি,
আমার সামনের চলমান নদীর ঢেউ
আমার গুনগুন সুরের সাথে তাল মিলিয়ে
বয়ে চলছে তো চলছে!
নদীর কি নাম হতে পারে?!
যমুনা নাকি কীর্তনখোলা?
নাকি সুরমা...?!
নদী নাম ছাড়াও হতে পারে
কোথা থেকে তার শুরু আর কোথায় তার শেষ
তাও অজানা হতে পারে!
নদীটা কি গল্পে জড়িয়ে আছে তাও অজানা হতে পারে!
কবিতাটা আর শেষ করলাম না
অসম্পূর্ণই রেখে দিলাম,
চলমান নদী বয়ে চলে,চলে যায়
সময়ের সাথে থাকে না সব সময় না
সে চলে যায়,কখনো আপন গতিতে
কখনো সময়ের সাথে,
তবে,নদীর পাড়ে খোলা তীর
ফাঁকা থাকেনা সব সময়
তাই থামিয়ে দিলাম কবিতাটা
এখানেই......!
বিষয়: সাহিত্য
১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন