আমি তো জানতাম ই না!!
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০৭ জানুয়ারি, ২০১৪, ১০:২০:৫৩ রাত
আজকে একদম ঠিক ঠিক,কাঁটায় কাঁটায়,মেপে-মেপে,গুণে গুণে,ক্যালেন্ডার-ঘড়ি ধরে...
বাট কথা হচ্ছে,আমি এতো দিনে টের পেলাম!
অবশ্য একবার খেয়াল করেছিলাম,কিন্তু আজকেই যে সেটা জানতাম না!
যাইহোক,কি আর করা?! এই হলো আমার অবস্থা!হুমম!
আমি নিজেই সময় মতো বুঝি না,আর অবস্থার ব্যাবস্থা কি হবে ভেবে লাভ কি?!
তবুও স্বান্তনা,যে ঠিক টাইম মতো মনের ভুলে হলেও মনে হয়েছে!!
এনিওয়ে,বুঝতে পেরেছেন তো সবাই?আমি কি বুঝাতে চাচ্ছি!
ইয়েস,আজকে টুডে ব্লগে আমার সময়সীমা এখন ঠিক ঠিক ১২মাস.... আজকে 'শুকনোপাতার ১২মাস পূর্ণ হলো'
বাট আমি বুঝতে পারছিনা,৭ই জানুয়ারীর মতো একটা ঐতিহাসিক দিনে আমি এই ব্লগে এসেছিলাম,অথচ আমার তেমন কিছুই মনেই পড়ছে না!! হোয়াই???
অবশ্য আমি যখন ব্লগে প্রথম আসি,তখন তো একদমই বিরান ভূমি ছিলো বলা যায়,আর আমিও ছিলাম দায়সারা গোছের ভূমিকায়! কিন্তু তারপরেও,কিছুটা হলেও মেমরী থাকা উচিত ছিলো!! কিন্তু নাই!
যাইহোক,এই উপলক্ষে সবাইকে কিছু তো দিতেই হয়!তো সবাইকে এত্তগুলো কাঠগোলাপের শুভেচ্ছা দিচ্ছি!
বর্ষপূর্তি উপলক্ষ্যে ব্লগ কর্তৃপক্ষ প্রতিযোগীতার আয়োজন করেছে,আমি একখান লেখা দিতে চেয়েছিলাম কিন্তু দিয়েও ফিরিয়ে এনেছি!সেই দুঃখ কি এমনি এমনি ভুলে যাবো?!
দেখতেছি,দেখতেছি.. কে কে লিখছে,কি কি লিখছে,আর কেমন লিখছে! হুম। এসবির মুসান্না আপুকে মিস করতেছি!সে থাকলে তার সাথে মিলে সেরকম একটা পোষ্ট দেয়া যেতো!বাট... কি আর করা!থাক।
এনিওয়ে,অনেক ফান করলাম
যেমনই হোক,যত কিছুই হোক,ব্লগ তো আমাদেরই। এক বছর তো অনেক কম,আমরা তো চাই,এবং দোয়া করি এই এক এর পাশে আরো অনেক সংখ্যা লাগাতে। এখানে হাসি-আনন্দ,ভুল-ত্রুটি,মায়া-মমতা যত কিছুই থাকুক এর ভাগীদার আমরা সবাই। যাইহোক,দেখতে দেখতে বছর ফুরোলো,আমার দীর্ঘ দিনের ব্লগিং জীবন থেকেও আরেকটা বছর চলে গেলো। আগামী বছর কেমন যাবে জানিনা,প্রত্যাশা তো অনেক কিছুই থাকে তবে সেই সাথে প্রস্তুতিও অনেক ভালো থাকা চাই। এসবির এক ব্লগার কে বলছিলাম,টুডে তে রেজি করার জন্য,সে বলল,'কি গ্যারান্টি আছে?টুডেও যে এসবির মতো হারিয়ে যাবেনা!!'কথাটা খুব মনে গেঁথে ছিলো!
আল্লাহর কাছে দোয়া করি,আগামী দিন গুলো টুডে ব্লগের যেনো ভালো কাটে খারাপ সময়ের মাঝেও,সত্য-মিথ্যার দ্বন্দে টুডে যেনো সত্যকেই আঁকড়ে ধরে টিকে থাকতে পারে সব সময়।
অনেক অনেক নতুন মুখ যেনো আসে এখানে ধ্রুব তারাদের মতো,আর পুরনো আমরাও যেনো থাকতে পারি চির সবুজ ছায়ার মতো হয়তো কাউকে দিন বদলের হাওয়ায় ঝরে ছিঁটকে অনেক দূর চলে যেতে হবে,তবুও প্রত্যাশা থাকবে,সবাই যেনো থাকে এখানে সবুজ ছায়ার মাঝে,পরম মায়ার আবেশে।
বিষয়: বিবিধ
২৪১২ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মায়ায় জড়ানো অনুভূতিগুলি......
টুডে ব্লগ -> ডানে বিয়ের গল্পের ছবিতে ক্লিক করুন -> দেখুন গল্পের লিস্ট -> স্ক্রল করে দেখুন আপনার গল্প-> একটা চশমা লাগিয়েন ।
মন খুলে লিখতে থাকুন শুকনোপাতাআপু।
আমার খুব প্রিয় একটা গান
অনেক ভালো লাগলো।
বর্ষপূর্তির অভিনন্দন!
আন্টি-বড়াপুরা খেয়াল রাখবেন প্লিজ, শুকনোপাতাটা কিন্তু বড় হইসে...
দোয়া করি একের এর পাশে আরো অনেক সংখ্যা লাগুক ।
বর্ষপূর্তির শুভেচ্ছা নিন আপুনি
আজ সকালে ইনডাইরেক্ট সাইন গল্পটা পড়লাম, অফিসে ছিলাম বলে কমেন্ট করতে পারিনি, এখন মন্তব্য করতে গিয়ে দেখি উধাও, কি হোল?
মন্তব্য করতে লগইন করুন