কখন আসবে প্রভাত?!!

লিখেছেন লিখেছেন শুকনোপাতা ২৭ ডিসেম্বর, ২০১৩, ১০:০১:২০ রাত



এখন এখানে অনেক আঁধার

ধীরে ধীরে তার ঘনত্ব বাড়ছে,

সে আঁধারে তলিয়ে যাচ্ছে সকল আলো!

ক্ষীন আলোর রেখাটুকুও মিলিয়ে যাচ্ছে,

নিকষ কালো এই আঁধারে!

কখন আসবে প্রভাত?আর কত সময় বাকী?

@

একে একে লুটিয়ে পড়ছে,আলোর মশালধারীরা

রক্তে রঞ্জিত মাটিও আজ ঢেকে যাচ্ছে আঁধারে!

ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে,মাসের পর মাস ফুরোচ্ছে

আর এখানে সারিবদ্ধদের কবরের সংখ্যা বেড়েই চলছে!

কখন আসবে প্রভাত?আসবে কি সে,আর খানিক পর?

@

ধীরে ধীরে এই আঁধার কেড়ে নিচ্ছে,বেঁচে থাকার অক্সিজেন টুকু!

ক্রমেই যেনো গলা চেপে ধরছে,এই আঁধার!

কেঁড়ে নিচ্ছে স্বাধীনতা,টুকরো করে দিচ্ছে পতাকা

আপন নিবাস,স্বজন ছিনিয়ে নিচ্ছে সব কিছু!

আর কত দেরি আঁধার ফুরোবার?

@

ক্লান্তি আর অবসাদ চোখ বুজিয়ে দেয়

স্বপ্ন গুলো অসহায় মুখ নিয়ে ভীড় করে,

আর কেঁদে কেঁদে প্রশ্ন রাখে,

কখন ফুরোবে এই আঁধার?কখন আসবে প্রভাত?

বিষয়: বিবিধ

২৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File