স্বার্থের অস্তিত্ব
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৯ আগস্ট, ২০১৩, ০১:০৪:৪৩ দুপুর
দেবার সাধ্য নয় বিবেচ্য
এখানে সবাই অনেক ব্যাস্ত
যতো উজার করে দিতে পারো,দাও
যদি ফুরিয়ে যায়,তবে নীরবে দূরে হারিয়ে যাও।
@
কবিতা তখনই বেশি সুন্দর
যখন কবি তা ছূঁইয়ে দেয় নিরন্তর
যখন কবি চলে যায় কবিতাকে ছেড়ে
কবিতা পরে রয় ফিঁকে সময় জুড়ে।
@
এখানে সবাই অনেক ব্যাস্ত
নিজেকে নিয়ে,নিজ স্বার্থ নিয়ে
লেনদেন এখানে এক তরফা অথবা সামান্য
এখানে পাওয়ার হিসেব সবাই করে দেয়ার হিসেব ভিন্ন!
@
এখানে সবাই বুঝে শুধু নিজের স্বার্থ
কি পেলাম,কে কতোখানি দিলো সেটাই বেশি মুখ্য,
যে দেবার দলে,সে হারাবার দলেও থাকবে
শূন্য প্রাপ্তি নিয়ে সময়ে-অসময়ে কাঁদবে।
@
আমি কঠিন করে ভাবছি না
সহজ জীবন প্রত্যাশিরা কঠিন ভাবনা বুঝে না
তবে তাদের হিসেব সমানুপাতিক হয় না
কারণ,তারা নিজের স্বার্থের অস্তিত্বই খুঁজে পায় না!
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন