কাব্য বিলাস! (আমার আমি)

লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১০:২৫ সন্ধ্যা



দিন শেষের পথে,সন্ধ্যে হয়ে এলো বলে

হয়তো অপেক্ষায় আছে নীড়,

হয়তো চা'এর কাপ হাতে দৃষ্টি রাখা

দূর থেকেও অনেক বেশি নিবিড়...

বাহ!ভালো বলেছো তো!

আচ্ছা,কাব্যে ঘুরিয়ে কতো কথা

বলা যায় তাই না?

কতো অনুভূতি লুকানো যায়,

কতো আবেগ উড়িয়ে দেয়া যায়

অজস্র শব্দের মিছিলে...

আমি অনুভূতি লিখতে চাইনা,

কেন জানো?

অনুভূতি মানুষকে ধোঁকা দেয় কখনো!

অনুভূতি মানুষকে শুধু অনুভবই করতে শেখায়

অনুভূতি হঠাৎ হাওয়া যেনো!

কখন বদলায়,কখন হারিয়ে যায় কে জানে!

আর প্রতিনিয়ত বদলে যাওয়া অনুভূতির ছোঁয়া

শুধু মরীচিকাই চিনতে শিখায়।

মরীচিকার পেছনেই তো ছুটছে সবাই

তুমিই বা বাদ যাবে কেন?

ছুটে চলো না হয় কিছু দিন,

সবাই মরীচিকাই দেখে চারপাশে

তাই তাতে খুব বেশি আসে যায় না!

তুমিও তেমনই হয়ে যাও।

হবে না আমার দ্বারা!

আমি কখনো ভবঘুরে হেঁটে বেড়ানো

অথবা একাকী স্বপ্ন রাজ্যে ছুটে চলা মানুষ!

মরীচিকার পেছনে ছুটে চলা আমার হবে না,

মরীচিকা হয়ে নিজেকে সাজানো !!

আমার দ্বারা হবে না।

নিজের রাজ্যটা বদলাও,

এভাবে আর কতো দিন?

সবাই তোমাকে হাজারো ভাবে বুঝে!

কখনো অদ্ভুদ ভাবে অপমান ও করে!

হাজারো মন্তব্য তোমায় সাজায়!

জানিতো,ভালো ভাবেই জানি।

সে জন্যই তো দূরে থাকি,

কখনো একা কাঁদি!

আর সে জন্যই শুধু নিজের রাজ্যেই থাকি

হতে পারে,এখানে সবই কাল্পনিক,

সুন্দর আবেশে মোড়া কোন প্রত্যাশা নেই,

তবুও এখানে আমি প্রাণখুলে হাসি!

কোন চাওয়া,না পাওয়া নেই,আমি তবুও খুশী,

কেউ নেই এখানে...তবু আমি সবাইকে নিয়ে সুখী...

এর বেশি কিছু আর চাই না,

যা এখনো আছে তা হারাতে চাই না...

ভয় পাও অনেক তাই না?

হারানোর ভয়,না পাওয়ার ভয়

এতো ভয় কেন তোমার?

ভয়ের চাদরটা খুলে ফেল,

একটু সাহস করো,দেখো সব কতো সহজ!

ভয়...!!সহজ...!

নাহ,কোন ভয় পাই না,আর কোন কিছুই সহজ না,

আমি শুধু সময়টা পাড় করতে চাই,

নিঃশব্দে অথবা নীরবে...

বিষয়: সাহিত্য

১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File