শুকনোপাতার কাব্য-১৮
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১২ মে, ২০১৩, ০৫:০৪:০৯ বিকাল
সাধ আছে সাধ্য নাই
আমি অবিরত চেষ্টা করে কিছু সাধ্য বানাই,
তবুও যেনো সাধ গুলো সব সাধ্যের বাইরে
তাই সাধ থাকলেও আমার সাধ্য নাই!
@
কোথাও কে বা কারা বলে!
সাধ্যের মধ্যে সব টুকু সুখ
তাই আমি সেই সাধ্য খুঁজে ফিরি
আমি সাধের ফেরি করি!
@
সাধ্য খানিক হয় কখনো
বৃষ্টি বিলাসী হবার,অথবা মেঘ-রৌদ্দুরে
খুব দূরে কোথাও হারিয়ে যাবার
সাধ্য শুধু হয় না,মনটাকে বুঝার
সাধ্য হয় না চাওয়ার সীমানা তৈরী করার!
@
আমার সাধ্য নেই শুধু সাধ আছে
সাধনে অযোগ্য সাধে বিলাসী আমি!
তাই সাধ কে আড়াল করে
আমি সাধ্য খুঁজে ফিরি,
অসংখ্য সাধের ভীড়ে আমি সাধ ফেরি করি!
@
কেউ মেঘ ছুঁতে চায় ডানায় ভর করে
কেউ তাঁরা হয়ে জ্বলতে চায় সারা নিশি জুড়ে
আমি শুকনোপাতা হয়ে খানিকটা হাওয়া ছড়িয়ে দেই
তপ্ত সময়ে শীতল পরশ বুলিয়ে দেই
দু'চোখ জুড়ে সুখ নিদ্রা জুড়ে দেই!
@
যেনো সাধ্য হয় সবার সাধ পূরনের
সাধ্য হয়ে সাধ বুননের
আমার সাধ আছে শুধু সাধ্য নেই!
আমি শুধু সাধ্য খুঁজে বেড়াই
আমি শুকনোপাতা হয়েই ভেবে যাই,
আমি আর সাধ্য না খুঁজে বেড়াই
সাধ্য ছোঁয়ার সাধ বোধহয় আর নেই!
বিষয়: বিবিধ
১৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন