আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ২৭ এপ্রিল, ২০১৩, ০৬:২০:১৪ সন্ধ্যা
মৌনতার আবরনে ঢেকে যায় শোরগোল
কঠিন তাই বলে,আমিই অনেক আপন!
খুব অপেক্ষায় আছি এক পশলা বৃষ্টির
যেনো কঠিনেরে বলতে পারি,
আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি...
@
তোর ব্যাস্ততা বুঝা ভার!
বৃষ্টি কখন আসে-যায়,কখন তোকে ডেকে যায়
সে খবরও রাখা ভার!
কি অদ্ভুদ সব কিছু...!
তোকে ডাকে বৃষ্টি,ডাকে মেঘ,পাখী ছুটে তোর পিছু
তবু সময় হয়না তোর,
শুধু ছুটে চলিস বহুদূর!
@
আমি শোরগোল শুনতে পাই,অভিযোগ-অপবাদ
আর পরাজয়ের গান,
আমি তীব্র আকুলতায় চোখ ভাসাই
তবু পড়তে পারা দায় ,
আমি অনুরুদ্ধ হয়ে অশ্রু ভাসাই
তবে তা বুঝার কি দায়?
@
বৃষ্টি আসে খুব আবেগ নিয়ে
সুখ-অনুরাগের আবেশ নিয়ে
আমি চোখ বুজে থাকি,
আমি বৃষ্টি ছুঁয়ে দেখি
শুধু দেখা হয়না আবেগের কঠিন্যতা
অনুভব কড়া নাড়ে না হয়ে ব্যাকুলতা!
@
তবুও বৃষ্টিকেই ভালোবাসি
যেনো কঠিনেরে বলতে পারি,
আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি
আমি বুঝাতে পাড়ি বৃষ্টিকে
আমি ভালোবাসি কঠিনকে...!
বিষয়: সাহিত্য
১৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন