শুকনোপাতার কাব্য-১৭
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৭ এপ্রিল, ২০১৩, ০৯:২৭:৩৪ রাত
বেহিসেবি সময়ের হিসেব কষতে বসে
কেমন এলোমেলো লাগছে সব!
সবই আছে গোছানো,তবু আমি ভাবছি
সব কিছু...
কেন এতো এলোমেলো!
তন্ময় হয়ে সময় গুনে অতন্দ্র কোন প্রহরী
সুরে তার নেই সুর তবু বুনে তাল মেলানোর নহরী
বাজিয়ে বাঁশি জলে ভাসে চোখ
কেমন করে তবু বাঁধে সুরের ধোক?
আমি উতলা মনে ভেবে যাই শুধু
কেন আসে?বারে বারে বেহিসেবি ভোর?!
জীবনের তরেই জীবন গোছানো
নাই বা থাকলো অনেক স্বপ্ন
তবু বাঁধ সাধে দুঃখ,হয়ে সুখের অসুখ
আমি দেই সুখ জলাঞ্জলী!
বুঝি হার মেনেছি দুঃখের কাছেই
তাই সুখরে গিয়েছি ভুলি!
বুঝলে শুকনোপাতা,
রাজ্য জুড়েই উড়ে বেড়ায় তোমার কথো-কথা!
তোমার আকন্ঠ সুর ছুঁয়ে যায়
তোমারই মনের জীর্ণতা!
হয়তো বা...
তবু আমি বলি,
না পারিলাম সময় গুনতে
কতো সময় গেলো যে চলে নিজের অজান্তে
না পারিলাম হিসেব কষতে
কতো ভুল যে করেছি এই সরল অংকে
শুধু সুরে বাঁধি বেসুর
শুনে কাঁদি হয়ে আকুল !
দিনমান তাই জঁপিলাম মনে মনে
আজি বেলা চলে যাক অরুনের সাথে
মিটে যাক রাত তারার পথে
আমি দিন গুনিবো আবারো কাল হতে!
এবার যদি ভুলি হিসেব কষতে
যদি ভুলি সুর বাঁধিতে
তবে জেনে নেবো,মেনে নিবো
না হবে দেখা কভু,সুখের সাথে...!
[মাঝে মাঝে কবিরা অগোছালো কবিতা লিখে..তবে সেগুলোও অসাধারণ হয়,কিন্তু আমি তেমন কবি নই,তবুও খানিকটা অগোছালো কাব্য লিখলাম!!]
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন