রাগ করে ৬০০ মাইল!
লিখেছেন লিখেছেন েমাঃ েসিলম ১৬ জানুয়ারি, ২০১৩, ০৮:১৫:০২ রাত
মাত্র ক'দিন আগেই ইন্টারনেট ব্যবহার করতে না দেওয়ায় মা-বাবার মিল্কশেকে ঘুমের ওষুধ মিশিয়ে শিরোনাম হয়েছিলেন এক তরুণী। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপের দেশ ইতালিতে আলোচনার জন্ম দিয়েছে একই ধরনের আরেকটি ঘটনা। এবারের ঘটনার নায়ক ১৩ বছর বয়সী এক কিশোর। আর এই কিশোরের যে কাণ্ডটি এতো আলোচনা তৈরি করছে সেটি হলো বাবার গাড়ি চুরি করে এবং তা নিজে চালিয়ে ৬০০ মাইলেরও বেশি পথ অতিক্রম করা। মূলত মোবাইল ফোনের টাকা দেওয়া নিয়ে পালক মায়ের সাথে ঝগড়ার ফলে এমন কাণ্ড সে ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ইতালির পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, আলোচিত এই কিশোরকে বছর দুয়েক আগে দত্তক নেন ইতালির মন্টেবেলুনা শহরের এক দম্পতি। তবে তার মূল নিবাস ছিল পোল্যান্ডে যেখানে এখনো কিশোরটি এক বোন এখনো বাস করে। আর ঘটনার দিন কিশোরটি রাগ করে পোল্যান্ডে তার বোনের কাছে যাওয়ার চেষ্টা করছিল বলেই ধারণা করছে পুলিশ। এই বোনের সাথে ইন্টারনেটের মাধ্যমে তার নিয়মিত যোগাযোগ হলেও দেখা সাক্ষাত ছিল না। যদিও এসবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি বিস্ময়ের জন্ম দিয়েছে যে বিষয়টি সেটি হলো মাত্র ১৩ বছরের কিশোর হয়ে ৬০০ মাইল পথ পাড়ি দেওয়া এবং এ সময়ে ইতালি থেকে অস্ট্রিয়া হয়ে জার্মানির আরেক প্রান্তে পৌঁছে যাওয়া। ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে উদ্ধার করার সময় এত লম্বা পথ পাড়ি দেওয়ার পাশাপাশি দু'দুটি আন্তর্জাতিক সীমান্ত কৌশলের সঙ্গে পাড়ি দেওয়ার বিষয়টিও অবাক করেছে পুলিশকে। তারা জানিয়েছেন, গো-কার্ট রেসিংয়ের ভক্ত হওয়ার কারণে গাড়ি চালানোর অভ্যাস তার থাকলেও একটি মার্সিডিজ গাড়ি নিয়ে এতটা পথ একা পাড়ি দেওয়া সহজ নয়। এদিকে উত্তর জার্মানির ময়েসবার্গে আটক হওয়া এই কিশোরকে আনতে শীঘ্রই জার্মানি যাচ্ছেন কিশোরটির পালক বাবা-মা।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন