নীরবতা

লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ১২ জানুয়ারি, ২০১৩, ০৭:০১:৪১ সন্ধ্যা



একদিন আমাকে ছুঁয়েছিল রূপালী মেঘ

কর্ণফুলী নদীর ওপারে যেখানটায় মাঝিরা

দাঁড় বেয়ে ঘুমিয়ে যায় অনন্তকাল ধরে

আর জাগে না জাগবে না কোনদিন

যেখানে নীরবতা বাসা বাঁধে

সুখ অথবা অসুখের কোন ক্লান্তি নেই

সেই পড়ন্ত বিকেলের রোদ্রছায়া

আমাকে ঢেকে দেয়

আমিও কি দাঁড় বেয়ে ঘুমিয়ে যাব?

নীরবতা আমাকে শাদা মেঘের মত

ভাসিয়ে নিতে চায় কোথায় নিয়ে যায়

কোন মাটির উঠোনে মেঘেরা ঘুমিয়ে থাকে

মায়াবী সুর টুন টুন শব্দে বেজে ওঠে

একতারা দোতারা আবহমান ইতিহাস যেখানে

সন্ধ্যা তারার মত জ্বল-জ্বল জ্বলতে থাকে

নীরবতা মানে কি নিমগ্ন কোন সন্ন্যাসীর ধ্যান

নাকি গহীন কোন শিল্পময়তায় ডুবে যাওয়া

পিকাসোর রঙ তুলির মত গাঢ় কোন স্বপ্নময়তায়

পৃথিবীর উপান্তে শেষ বিকেলের মত ধুসরতায়

নীরবতা টেনে নিয়ে যায় অনেক অনেক দূরে...

বিষয়: সাহিত্য

১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File