চলে যাওয়া পথের ধুলো
লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ০৯ নভেম্বর, ২০১৪, ০৪:৫৯:০৬ বিকাল
কেনজানি কবিতার শাদা পাতায়
তোমার ছবি আর ভেসে ওঠে না
কেনজানি ঘাস ফড়িং এর রঙে
বিকেলটা আর সবুজ হয় না
সন্ধ্যেবেলা ধানমন্ডি লেকের জলের গালে
হলুদ আলো বড় ফ্যাকাশে আজ
তোমাকে লেখা শেষ চিঠির মত
ভীষণ বিবর্ণ কবিতার ঠোঁট।
।।
জানি সব জোনাকিরা একদিন ঘুমিয়ে পড়ে
মৃতদের সংসারে আমারাও যাব
গোলাপ রঙ ভালোবাসা তবু মরে যায় না
তাঁরকাটার সীমানা ভেদ করে ভালোবাসা উড়ে যায়
জানো তো পাখিদের কোন দেশ নেই, সমাজ অথবা ধর্ম নেই।
।।
জানি একেকটা বিষাদী রাত মানে
মৃত্যু যন্ত্রাণায় অক্সিজেনের অভাবে চিৎকার
করে বলা “আমি বাঁচতে চাই”
তোমার অপেক্ষায় জেগে থাকা মানে
এক অন্তহীন অশ্রুর সরোবরে ডুবে যাওয়া
স্মৃতির অতলে তলিয়ে যাওয়া বেওয়ারীশ স্বপ্নের শরীর।
।।
যে দিনগুলো গোধূলীর রঙে ডুবে গেছে
যে কথাগুলো নিস্তব্ধতায় মিশে আছে
জানি আমরা চলে যাব ঠিকই
কিন্তু আমাদের কথা আর দিনগুলো
কখনো মরে যাবে না
থেকে থেকে মিশে যাবে নতুন করে
কোন প্রেমিকার ঠোঁটে।
।।
কোন বিধূর বিচ্ছেদে কি ভালোবাসা হয় নিঃশেষ?
কোন পথের দূরত্বে কি পথ হারায় প্রেম?
হিশাবের খাতায় ফল হোক শূণ্য
তবু হৃদয় কি শূণ্য থাকে প্রেমহীন?
।।
প্রিয়মত হাতদুটো আজ বড় অচেনা
কাছ থেকে ছুঁতে চাওয়া সেকি এক বিড়ম্বনা!
পথভোলা বাতাসে এলোমলে মন
জীবনের কাছ থেকে শিখে নেয়া কিছু গোপন আলাপন।
বিষয়: সাহিত্য
১৬৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জানিতো পাখিরা তাছবিহ পড়ে..
কতদিন পরে দেখলাম
কেমন আছেন?
খুব ভালো লাগ্লো আপনাকে দেখে।
"কিন্তু আজকের রাতে, এই পথে, এই মুহূর্তে আমার শৈশবের, আমার কৈশোরের, আমার এতদিনের পরিচিত জোনাকির আলো নতুন করে যে ন দে খা হ লো।
আজকের জোনাকির আলো আমার জন্য যে ন আ স মা নে র আলোক-সান্ত্বনা। জোনাকির আলোকসজ্জার 'কারিগর' যেনো বলছেন-
দেখো, নিভে গিয়ে জ্বলে ওঠে জোনাকির আলো; তবু কেন হতাশায় ভঙে পড়ো তুমি হে মুসাফির! তোমার জীবনেও, হতাশার অন্ধকার রাতেও আছে আমার জোনাকির আলো।
যতদিন তুমি আমায় ডাকবে, তোমার চলার পথে আমার জোনাকির আলো জ্বলবে।"
মন্তব্য করতে লগইন করুন