নিষিদ্ধ শব্দের পান্ডুলিপি

লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৬:৪৮ দুপুর



তুমি আমার চোখের উপর আঙ্গুল উঁচিয়ে

নিষিদ্ধ কথার ইশতিহারটাকে মেলে ধরলে

এখন থেকে রাষ্ট্রই নির্ধারন করে দেবে

কোন কথাটি সত্য আর কোন কথাটি মিথ্যা

সুতরাং এখন থেকে এই ইশতিহারের বাইরে

কোন শব্দ উচ্চারণ করলে সে হবে রাষ্ট্রদ্রোহী

সে হবে সংবিধান লংঘনকারী মারত্মক অপরাধী

আর জানো তো রাষ্ট্রদ্রোহ মামলার শাস্তি কি?

আর একটি নিষিদ্ধ শব্দ উচ্চারণ করলে

তোমাকে এখনই গ্রেপ্তার করা হবে

তারপর রিমান্ড টর্চার সেলে তোমার সারা শরীর

পিটিয়ে-পিটিয়ে তোমার মাংসের ভাঁজে-ভাঁজে থেতলে-থেতলে রক্তাক্ত করে দেয়া হবে

তোমার চিৎকারে কেঁপে উঠবে টর্চারসেলের প্রতিটি দেয়াল

আইনের চোখে মহা অপরাধী হয়ে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে তুমি

আমি তোমার কথার উত্তরে চুপ করে থাকলাম

আস্তে-আস্তে সারা শরীরের সমস্ত রক্ত এসে জমা হতে লাগলো আমার চোখের সাদা কণিকায়

আমার আঙ্গুল-মুষ্ঠি শক্ত হতে হতে ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে চাইলো

আমার প্রবল প্রশ্বাসগুলো তীব্র থেকে তীব্র হতে হতে মনে হলো এখনই ফুসফুস ফেটে

প্রতিবাদের তীব্র লেলিহান শিখাগুলো পুড়িয়ে দেবে তোমার নিষিদ্ধ কথার সমস্ত পান্ডুলিপি

আমার শব্দের সীমারেখায় আমার বাক্যের অবারিত স্বাধীনতায়

দাঁড়ি এবং কমা বসানোর ক্ষমতা কে দিয়েছে তোমায়?

আমার কন্ঠের উচ্চস্বরকে গলাটিপে হত্যা করার সাহস কোথায় পেয়েছ তুমি?

সত্য এবং মিথ্যার সংজ্ঞা র্নিধারন করে দেবার মত

এতবড় ধৃষ্ঠতা আর অপশক্তির উৎস কোথায় পেলে?



আজ আমি একে একে খুঁজে দেখবো সব

কসম খোদার, কসম এই পবিত্র মাটির, কসম অজস্র শহীদের রক্তের

কসম এই লাল সবুজ পতাকার, কসম ধর্ষিতা মা এবং বোনের

কসম নিহত নিরঅপরাধ ভাই-বোনের কসম-কসম...

তোমাদের হাতে অত্যাচারের কালো চাবুক তুলে দেবার জন্যে

আমার বাবার শরীর থেকে রক্ত ঝরেনি

আমার চোখে নিষ্পেষনের কালো চাদর বাঁধার হুকুম দেবার জন্যে

আমার বোনের শরীর থেকে রক্ত ঝরেনি

আমার বাক স্বাধীনতাকে তোমাদের বুটের তলায় দলে-দলে পিষ্ট করে দেবার জন্য

রাস্তায় রাস্তায় লাশের স্তুপে শকুনেরা ভিড় করেনি...

তোমার নিষিদ্ধ কথার দেয়ালে এখনই লাথি মেরে ভেঙ্গে ফেলতে চাই

তোমার নিষিদ্ধ কথার ইশতিহার দুমড়ে-মুচড়ে টুকরো-টুকরো করে

নরকের কালো আগুনের নৃশংসতায় জ্বলে-পুড়ে ছাই করে ফেলতে চাই

তোমার দুঃসাহসের পাঁজরে অমানবিক আক্রোশের ঘর্ষনে-ঘর্ষনে

শেষ নিঃশ্বাসের পতন রেখায় গড়ে তুলতে চাই স্বৈরাচারীর মৃত-স্মৃতিসৌধ

কথা বলা আমার স্বাধীনতা

অন্যায়ের প্রতিবাদ আমার স্বাধীনতা

অত্যাচারীর কালো মুখোশ ছিঁড়ে ফেলা আমার স্বাধীনতা

অবিচারের দাঁড়িপাল্লাকে ভেঙ্গে-চুরে সমতার নিক্তিতে দাঁড় করানো আমার স্বাধীনতা

আমার বাক স্বাধীনতাকে যারা টুটি চেপে ধরে রাখতে চায়

তাদের লোভের লকলকে জিহবাকে টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলতে চাই

এই বাংলার দামাল ছেলেরা বন্দুকের নলের সামনে বুক মেলে ধরতে কখনও ভয় করেনি।

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File