আত্মপীড়িত জীবন
লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ০৩ জানুয়ারি, ২০১৪, ০১:৫৯:১১ রাত
আত্মপীড়নঃ
মুক্ত আছে জীবন, তবু মুক্তি নেই। আছে সুদীর্ঘ কারাগার। আত্মপীড়নের অন্ধকার। আলোহীন স্যাঁতসেতে দেয়াল। নিজের ছায়ার উপর অন্যকারো ছায়া নেই। কিছু চামচিকা, স্মৃতির আরশোলা, প্রশ্নের প্রতিধ্বনি আছে, কোন উত্তর নেই।
থামব এবারঃ
অনেক তো পথ হাঁটলাম। মনমরা পৌষের রোদে ফ্যাকাশে রঙ এ শহর। প্রতিদিন একঘেঁয়ে এ পথে আর হাঁটতে ভালো লাগে না। মনে হয় এবার থেমে যাওয়াই ভালো। কতদিন আর নাটকের স্ক্রিপ্টগুলো পাঠ করব। এবার নিরেট সমাজ নামক সমাজ বিজ্ঞানের নিপিড়ন থেকে একটু বাঁচতে চাই।
সুইসাইডঃ
যে জীবন প্রকাশিত হওয়ার ভয়ে ঘরের এক কোণে কুঁকড়ে থাকে। সে জীবন একটি সুইসাইড নোটের মত নগর দেয়ালে ঝুলতে থাকে। বেঁচে থাকা আর আত্মহত্যার মাঝে তফাৎ কোথায়?
অপ্রকাশিতঃ
যে অনুভূতিগুলো বলতে চাই, তা সব সময়ই অপ্রকাশিতই থেকে যায়। হায় ইশ্বর! অনুভূতি যখন দিয়েছ, ভাষা দাও নি কেন? আমি আবিষ্কার করেছি ভাব প্রকাশের কিছু চিহ্ন ঠিকই। শেষ পর্যন্ত তা পুরনো মুদ্রার মত অচল। আমি এখন ভিখারী। যা বলতে চাই, কখনো তা বলা হয় না।
দায়ভারঃ
যে যৌনতার ভেতর আমার জন্ম ও বসবাস। সে যৌনতার দায় কতকাল বয়ে যাব? নিদেনপক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে আমি বলতাম, আমাকে এই জন্ম থেকে মুক্তি দাও খোদা!
যাদুঘরঃ
আমাদের কান্নাগুলো সাজিয়ে রাখ প্রত্মতাত্ত্বিক সময়। দুর্ধর্ষ ক্যামেরার ফ্লাশব্যাক। অনাহারী হাঁড়ের প্রতিটি রেখা যেন স্পষ্ট হয়, রক্তের প্রতিটি ফোঁটা যেন জ্বলজ্যান্ত হয়ে ওঠে। মানবাধিকার লংঘনের কথাও লিখে রেখ। ২০১৩ সাল ফুট নোটের পাশে।
পাপ-পূণ্যঃ
কোন দেহে পাপ নেই। কোন দেহে নেই পূণ্য। সে কথা বলে দাও আমায় হে মহাকাল! সব দেহে পাপ আছে, পূণ্যের বসবাস তার সাথে। মানুষ আর শয়তান এক সাথে গড়ে সংসার...
জয়-পরাজয়ঃ
তুমি আমায় গালি দিয়ে, বাপ মায়ের গোষ্ঠীশুদ্ধ উদ্ধার করে যদি শান্তি পাও, তাহলে আমি বিজয়ী। আর কিছু না হোক অন্ততঃ এক টুকরো শান্তি তো এনে দিতে পেরেছি…গোধূলী বেলা সৈকতে দাঁড়িয়ে জাগতিক যে মলম ফেরী করে ফেরীওয়ালা, আমার নামের পাশে সেই পদবি সহ উল্লেখ করো। আমিই নোংড়া ডাষ্টবিন, যেখানে সমস্ত যন্ত্রণা, আবর্জনার স্তুপ ফেলে রেখে নগরবাসী ঘুমায় শান্তিতে। আমি সেই নাগরিক। সময়ের ফেরীওয়ালা। অধিকার শুণ্য এই রাজ্যের রাজা। সকল ক্ষমতার উৎস….
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারচেয়ে ক্ষতিকর কিছু দুঃসহ স্মৃতি।
বিষয়: বিবিধ
২৪৭৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো পড়তে চাই আপনার লেখা...
২, সাধারন অনুভূতিগুলোর অসাধারন প্রকাশের জন্য ধন্যবাদ।
৩, মজিলাতে এননিমক্স নামে একটা এড অনস এড করে নিলে আশা করি ব্লগে ঢোকার আপলোড করার প্রবলেম দুর হয়ে যাবে।
সবগুলো লেখা পাঠের জন্য আপনাকে আন্তরিক মুবারকবাদ....
ভাই আপনি ডাক্তার না ইন্জিনিয়ার! আপনার পরামর্শ মোতাবেক কাজ হয়েছে এ জন্য এক্সট্রা থ্যাংকু।
২, আপনার একটা লেখায় আরশোলা ছিলো ইকি আপু কমেন্ট এ ফ্রিজ এ আরশোলার কথা বলেছিলেনঃ তারপর থেকে খোঁজ করছি কিন্তু এই রান্না ঘড়ে ৩ ৪ আইটেম এর বড় ছোট পোকা দেখা যায় । কোনটা যে আরশোলা?
ভাইয়া ব্লগে/আরেকটা সাইটে ঢোকার ব্যাপারে আমিও আপনার মত ভুক্তভোগী ছিলাম তখন একভাই এই এনোনিমক্স টা আমার মজিলাতে এডড করে দেন তারপর আর সমস্যায় কখনও পড়িনি।
মন্তব্য করতে লগইন করুন