স্বপ্নহীন ভাবনার আকাশ

লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০৫:৫১ রাত



বিকেলে হালকা মিহি বৃষ্টির উচ্ছাস। কোথায় খুব বেশী কোথাও একদম নীরব স্পর্শ। কেন বৃষ্টি আসে কেন চলে যায়, বৃষ্টিকে প্রশ্ন করি কোন উত্তর নেই। এমন হয় প্রায় সময় বৃষ্টিতে ভিজব বলে একা ছাদের উপর দাঁড়ালাম, একদমই ভেজা হলো না। মেঘেরা গোমড়া মুখে চলে যায়। যতই হাত দিয়ে ছুঁতে চাই অনেক দূরে চলে যায় সে। কখনও আকস্মিক দেখা হয়ে যায় রাস্তায় ব্যস্ত ধুলোর মিছিলে। নীরবে স্পর্শ করে চলে গেল আমি কিছু বলার আগেই। মাঝ রাতে ঘুম ভাঙ্গা স্বপ্নের মত। অচেনা দুনিয়া থেকে এই মাত্র শিমুল তুলোর বিছানায় নামলাম সদ্য ভুমিষ্ট শিশুর মত সব কিছু নতুন একটা অনুভূতির ছড়ানো ছিটানো উপাখ্যান। ফেরেশতার মত ডানা মেলে অনেক অচেনা কোন দুনিয়া থেকে এই মাত্র ফিরে আসা, কোথায় ছিলাম আমি। সেটা কি স্বপ্ন? তাহলে বাস্তবতা কি? এতক্ষণ যে নদীতে দাঁড় বাইলাম, সেটাও বাস্তবতা নয় কি? তাকে ছুঁতে পারি নি, হয়তবা অনন্তকালই ছোঁয়া হবে না। আজ বিকেলে বৃষ্টির চোখে তাকিয়ে ভাবছি এসব।

বাউন্ডুলে ইচ্ছাগুলো কখনও চৌচির হয়ে যায়, একদমই স্বপ্ন আর বৃষ্টির না আসা অপেক্ষার পান্ডুলিপি পড়ার টেবিলে পুরনো বইয়ের মত ধুলোর আড়ালে পড়ে থাকে। আমি খুঁজি না তাকে। লোডশেডিং এর অন্ধকার ঘরে একটি আরশোলা আমার শিথানে এসে কিছু না পাওয়া স্বপ্নের মত দাঁড়িয়ে ছিল। আরশোলা আর স্মতি একাকার। স্মৃতির মত হারিয়ে যায়, স্বপ্নের মত ডুবে যায়। কিছু সোডিয়াম আলো আঁধারের ভেন্ডিলেটার চিরে কিছু অলৌকিক বিচ্ছেদের মত অথবা মিলন মোহনার মত স্বারকলিপি হাতে দাঁড়িয়ে ছিল। সেই শব্দগুলো শব্দ নয়। ভালোবাসার হরফে কিছু কবিতার অস্পর্শ পৃথিবী। ইচ্ছের মত ছোঁয়া হয় না। শুধু মুগ্ধ হই।

ইজিচেয়ারে বসে ভাবতে ভাবতে স্বপ্নের পেইন্টিং এলোমেলো রঙ ভবিষ্যৎ বর্তমান অতীত ফ্লুয়েড দিয়ে মুছে ফেলছি। সুনসান শহর, একটু বৃষ্টি কাঁদামাখা পথ, ক্লান্ত বিকেল, ধুপধনুর ঘ্রাণ, চিপাগলির পাশে ছোট্ট দোকান চায়ের অদ্ভুত স্বাদ, অদিতির নিষ্পাপ প্রেম, সব কিছু...

বিষয়: সাহিত্য

১৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File