।।অনুভূতি শূণ্যতা।।
লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ১৮ আগস্ট, ২০১৩, ০২:৪০:২৫ দুপুর
অনুভূতিহীন ভাবনাগুলো ফুটপাতের চা ষ্টলের মত কোন অর্থ তৈরী করে না। চায়ের লিকারে শাদা দুধের নাড়াচড়া, খুব তাড়াতাড়ি গলধ:করণের প্রক্রিয়া। এসব আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। অনুভূতিহীন শূন্যতাও এক ধরনের অনুভূতি। যেমন সকাল বেলা লোকাল বাসে করে প্রচন্ড উত্তাপে বাসের সিট ধরে দাঁড়িয়ে থাকা। প্রশ্নহীন গতির চোয়াল ধরে ঝুলে থাকা। শহরে আজ বৃষ্টি। রিকশার হুড তুলে আস্তে আস্তে চলে গার্লফ্রেন্ড শহর। শহরের বৃষ্টি মানে আকাশের ফ্যাকাশে রঙ। হয়ত বৃষ্টির জলে আকাশের মেকাপ, ফেসিয়াল ধুয়ে যায়। বিলবোর্ডের সুন্দরী রমনীরা তখনও সাবান হাতে দাঁড়িয়ে থাকে। অপরীবর্তনীয় রূপ লাবন্য। প্রেমিক শূন্যতার কথা ফেসবুক ইনবক্সে লাল অক্ষরে জ্বলতে থাকে। এত শূন্যতা! আমার অনুভূতির মত বিশাল গহবর। বেইলি রোডের নাটক পাড়ার মত নি:সঙ্গতা! প্রেম এবং কামের অবাধ মিলন। শিল্পচেতনায় ঘুরতে ঘুরতে ফ্রয়েডের পৃথিবীতে ঘুরি আসি। প্রেম মানে যৌনাচার। শহরের বিখ্যাত এক কবি বলেছিলেন: "প্রেম মানে যৌন কৃতজ্ঞতার নাম"....কিন্তু এই প্রেম পরোকিয়ার এবোর্সন কিছুতেই উচ্ছন্নে পাঠাতে পারে না। টিক টিক করে চলতে থাকে সিটি কর্পোরেশনের বড় দেয়াল ঘড়ি। পিতৃহীন শিশুর কান্নার মত তার শব্দ।
শাদা কালো লেইস ফিতার মত উড়ছে অনুভূতি। মধ্যবিত্ত জীবনের ছবিগুলো রঙিন হতে হতে শেষ পর্যন্ত আটকে থাকে দুটি রঙে। ফাষ্ট ফুডের দোকানে গিয়ে কিছুটা আলোকিত হই, আলোকিত হই ভিন্ন দেশী শব্দের আততায়ী অনুপ্রবেশে! একটা মুভির কালার প্রিন্ট খুব ভালো। ওই দুনিয়ায় ডুবে ডুবে আমার অনুভূতিগুলো বইছা মাছের মত লাফিয়ে ওঠে। ঐ মুভির নায়িকা মূয়ুরাক্ষীর মত। সাজিয়ে রাখি মধ্যবিত্ত দেয়ালে। সেই দেয়াল মনের মাঝে অনেক রঙের সমাহারে। কত কি অনুভূতি! কিছুই বলা হয় না। বলতে পারি না। আমার অনুভূতিগুলো শেয়ার মার্কেটের ক্ষুদ্র বিনিয়োগকারীর মত বড় সর্বসান্ত। পূর্ণ হতে হতে শেষ পর্যন্ত শূণ্য হয়ে যায়। অনুভূতি শুণ্য....
বিষয়: বিবিধ
২৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন