মিছিলের আহবান
লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ২৬ জানুয়ারি, ২০১৩, ০১:০০:২৭ রাত
বুলেটের বিকট শব্দে নিহত হবার আগে
দাঁড়িয়ে থাকতে চাই দৃঢ় প্রত্যয়, অনড়-অবিচল
ওই মিছিল...
যে মিছিল চলে গেছে মৃত্যু উপত্যকায়
যে মিছিল উড়ে বিশ্বাসের সবুজ পতাকা পত্-পত্
আমি সেই মিছিলের কথা বলছি
কারা আমাকে ভয় দেখায়? অন্তহীন মৃত্যুর অন্ধকার?
আমি তো মৃত্যুর অমর শরাব পান করার জন্য
কতকাল ধরে অপেক্ষায় ছিলাম
ধারালো অস্ত্রের আঘাতে
আহাদ-আহাদ বলে ডেকে উঠেছি বহুবার।
কারা আমাকে ভাবে কাপুরুষ?
দেখো আমার বুকের নরোম পাঁজরে
ঘাতকের অজস্র তীর
কিন্তু পশ্চাতে একটিও চিহ্ন নেই
যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া
আমার ধর্মবাণীতে নেই ছিলনা কোনদিন
আমি তো অজস্র জখমের যন্ত্রনা নিয়ে
চিৎকার করে বলে উঠি
আমরা বিজয়ী হতে এসেছি
বিশ্বাসের পতাকা উড্ডীন করতে এসেছি
আমাদের মৃত্যু মানে অনন্তকাল বেঁচে থাকা
সেই সোনালী আকাংখা নিয়ে বলেছি বহুবার
আল্লাহ মহান, আল্লাহ মহান
বিজয় আমাদেরই।
যে মিছিলে জাগে সংগ্রামী
মৃত্যু অবধি লড়ে অবিরাম
নিহত দেহ পড়ে থাকে প্রান্তর
তবু দাঁত দিয়ে ধরে পতাকা উড্ডীন
এই পতাকা কখনো মাটিতে
থাকেনি পড়ে অপমান অবহেলায়
এই মিছিলের যাত্রী জানে না পরাজয়
কেবল দৃঢ় কন্ঠে ঘোষনা করে
আমরা খালিদের বংশধর।
বিষয়: সাহিত্য
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন