জামায়াত-শিবিরের উপস্হিতি দেশবাসির শান্তনা স্বরূপ আর আঃলীগের কান্না স্বরূপ ।

লিখেছেন লিখেছেন প্রখ্যাপন ১৬ জানুয়ারি, ২০১৩, ০৩:০২:২১ দুপুর

হাতে হাতে ধরে রেললাইন , রেললাইন । মহাখালী থেকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত হাতে হাত ধরে রেললাইনের মত নিরবচ্ছিন্ন এক অভাবনীয় মানব প্রাচির আমি সহ বাংলার সকল গণমানুষের মনে আশা জাগিয়ে তোলে । না ! আমরা পারবো । আমরাই পারবো মানবতাকে তার সঠিক অধিকার দিতে । ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সরব উপস্হিতি ও প্রাণচাঞ্ছল্যকর শ্লোগানে অভিভূত হয়ে এমনটাই আশা করেছেন বাংলার জনগণ ।

অপরদিকে জামাত শিবিরকে প্রতিহত করে ইসলামকে বাংলা থেকে বিতাড়িত করার ভূয়া সাহস নিয়ে নতুন নতুন ষড়যন্ত্রের বুলি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামী , ছাত্র , যুব , ও শ্রমিক লীগ ! যাদের বুকের পাঁঠা দেখে হামার বুকে কোঁত করে উঠে , কখন জানি আবার কুকুরের মত হিংস্র জন্তর মত কার্তিক মাসে আওয়ামী সন্ত্রাসীরা ইসলাম প্রেমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে । আবার শিবিরের সরব উপস্হিতি ও আত্নবিশ্বাস আর হিম্মত দেখে মনে হয় তারা বদরের সাহাবীদের মত লড়াই করে শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসী নয় বরং ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে ইসলামের বিজয় পতাকা উড্ডিন করবে , এবং তা বেশী দূরে নয় বরং অচিরেই ।

বিষয়: রাজনীতি

১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File