ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়
লিখেছেন লিখেছেন প্রখ্যাপন ২৮ এপ্রিল, ২০১৩, ০৯:৩৬:৫১ রাত
শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ !!!
ধৈর্য্য ধরাই তোদের কাছে হয় যদি দূর্বলতা , এখন থেকে দেখ তাহলে মোদের ধৈর্য্য হীনতা ।
রাতের বেলা দেখে রাখিস পালাবি কোন দিক....,
শপথ নিলাম.....(ঐ)
এক নোমানি গেছে ঝরে, জম্মেছে লাখ নোমানী, ছাপাতি দা কয়টা আছে করবি কটা কুরবানী,
HELP লাগিলেই ডাকতে পারিস তোদের পুলিশ লীগ....
শপথ নিলাম.....(ঐ)
পেশির জোরে আর যদি হয় হল দখলের পাঁয়তারা, থাকবোনা আর চক্ষু বুজে করবো এবার হল ছাড়া,
থাকলে মেধা সীট পাবে সে এটাই স্বাভাবিক....
শপথ নিলাম.....(ঐ)
যে কাফেলায় নেই নোমানি, তাদের কিসের জেল জুলুম,
মারবো এবং মরব মোরা বাদ বাকী আল্লা মালুম,
সামনে এবার চলবে কদম ছাপা পিছন দিক....
শপথ নিলাম.....(ঐ)
১৬ শহীদের রক্ত লালে যে মতিহার রঞ্জিত, আর হবেনা সে মাটিতে ছাত্রশিবির লাঞ্ছিত,
সব আঘাতের জবাব দেয়ার দাও খোদা তাওফিক ....
শপথ নিলাম.....
শপথ নিলাম আমরা সবাই, নিচ্ছে চতুর্দিক রাজশাহীতে থাকবে শিবির কিসের ছাত্রলীগ!!!???
বিষয়: রাজনীতি
২৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন