একটু একটু করে উঠে আসে ওরা!
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ৩০ মার্চ, ২০১৩, ০৩:৫৭:১৮ দুপুর
একটি চিকন রক্তের রেখা সিড়ি বেয়ে
বিন্দুর পথ ধরে ধেয়ে চলে সিন্ধুর দিকে!
লাল রঙের রক্ত ফোটায় রক্তিম রক্ত গঙ্গা
তীব্র ক্ষোভে ভেঙে পড়ে
সাগরের বুকে বেসামাল ঢেউয়েতে!
তবু একটু একটু করে উঠে আসে ওরা!
উঠে আসে বিপর্যস্ত বকধামিক
কপটতার জঞ্জাল পায়ে ঠেলে
নবমুক্তির জয়গানে উদ্ভাসিত ভোরের কুসুমের দিকে!
ছোটে টিয়ারশেল, কামানের গর্জন,
সেকুলারিজমের মিথ্যাচারের ডামাডোল
বন্দুকের নলে ফুঁক দিকে হন্তারকের জিঘাংসু হুংকার!
তবু উঠে আসে ওরা!
উঠে আসে মায়ের বুক ছেড়ে
জালিমের তীক্ষ্ণ নখের দিকে!!
উঠে আসে নববধুর অশ্রু পেছনে ফেলে
ভ্যাম্পায়ারের বিকশিত
ওষ্ঠের হিসিয়ে উঠা দন্তের দিকে!
ওরা উঠে আসে! আসবেই!!
যখনই ফ্যাসিবাদির হিংস্র ছোবলের
বিষাক্ত বিষে ছটফটিয়ে উঠবে মানবতা
ব্যথায় নীল হয়ে কেঁদে উঠবে মাসুম, লাঞ্ছিত,ধর্ষিতা
ওরা উঠে আসবে বর্বর সেনানীর বেশে
ঔদ্ধত্য চিত্তে মৃত্যুর চোখেতে চোখ রেখে!
ওরা উঠে আসে!
আসবেই!
ওরা উঠে আসবে বার বার!
ওরা নির্ভীক!! ওরা দুঃসাহসী, দুর্বার
ওরা বুকের তাজা খুনে লিখে পোষ্টার
তারপর লংমার্চের মশাল হাতে ইঞ্চি ইঞ্চি করে
এগিয়ে চলে জালিমের রক্তপিপাসু চোখের দিকে!
শার্টের বোতাম খুলে বুক পেতে দেয়
স্বৈরাচারীর ক্রুসেডের বেয়নেটের খোঁচাতে!
একটু একটু করে শহীদি কাফেলায় বাড়ে যাত্রী
ওরা এগিয়ে চলে অতীতের পথ মাড়িয়ে
ভবিষ্যতের সাঁকো বেয়ে!
বিষয়: সাহিত্য
১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন