একটি ডাহুক ডাকা রাত(২)
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ২২ মার্চ, ২০১৩, ০৭:৫৪:৪১ সন্ধ্যা
পাহাড়ের বুক ভেঙে অবলীলায় নেমে আসে স্রোত সন্ন্যাসীর ঢল ,প্রেমের বুকে ঘুম পাড়ানী সান্ধ্যপুথি জপে কালপুরুষের স্বপ্ন! তুমি দুর্নিবার বটে! অনায়াসে বুক পেতে দিতে যাও অপমৃত্যুর অখন্ডিত কিস্তিতে! শংকায় লেপ্টে যায় প্রিয়সীর চোখের কাজল !! স্তমিত ভাবনার বেড়াজালে আড়ি পেতে রয় অনিশ্চয়তার দুর্বৃত্ত হন্তারকের বুকে হাতুড়ী পেটানো অবিচ্ছেদ্য কলরব! ঝপসা চোখের সায়ন্নে বারির দল সাত রঙে একে দেয় ছোট্ট কুড়ে ঘরে এক জোড়া কপোত-কপোতির জোনাকির মত নির্ঘুম ভালোবাসার রঙ ধনু মূর্ছনা!
অবধারিত কষ্ট জেনেও তোমায় সুখ পায়রার মত পোষার অদম্য ইচ্ছে লালিত হয় হৃদয় অলিন্দে! বড়ই বন্য তুমি জানি! শিষ্টাচারের শংখলিত শেকল ছিড়ে শতাব্দীর পথগামি মুক্তযাযাবর হবার স্বপ্নেবিভোর! প্রেমকে তুমি বন্দী কর কামনার ললাটের মাংসভোজী বাঘ্রশাবকের লালসায়, যেই প্রেম রাত্রি পোহালেই মহাকালের অতলে ডুব দিয়ে চোরাবালিতে লীন হবার অপেক্ষায়! শুভ্র আভায় ভোরের কুসুমের মুখ দেখার আগেই গুমড়ে মরে রাত্রির কৃষ্ণ দেয়ালের শক্ত প্রাচীরে অবলার বিবস্র কান্নার নিরব হাহাকারে!
আর ভালোবাসা! তুমি ঢের বোঝো না! সে তো নয় কামনার কালবৈশাখী , নয় লজ্জাপতির মত লজ্জিত কুঁকড়ানো নষ্ট চেতনার উপাখ্যান! ভালোবাসা প্রতি স্পর্শে বেড়ে হয় দ্বিগুন তিনগুন বহুগুন , সময়ের পান্ডুলিপি পেরিয়ে,রাত্রির সংকীর্ণ ক্ষুধা ছাড়িয়ে স্বত্বত্যাগী দুর্জেয় দু টি প্রাণের এক বিন্দুতে মিলে যাওয়া ঘনীভূত চেতনার নাম। আধারী রাত গুলোতে প্রিয়সীর চোখে মধুপূর্ণিমার স্বপ্ন!
বিষয়: বিবিধ
৬২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন