Good Luckউদ্ভ্রান্ত উন্নাসিক ভাবনার ঢেউ!

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ২০ মার্চ, ২০১৩, ০৪:০৮:৫২ বিকাল



উদ্ভ্রান্ত উন্নাসিক যুবক তুমি! হৃদয় বোঝো না! নির্দ্বিধায় তুমি মনকে কর দ্বিখণ্ডিত, একটু ভেবে দেখো না! উত্তরে উত্তরী সমীরণে ভেসে আসা শিউলি শেফালির ঘ্রানে তোমার মন মজে না! তুমি খুঁজে ফেরো অর্কিড, ডেফোডিল সুন্দরী রমণীর কাঁকনের রুন রুন ঝুন ঝুন উচ্চাঙ্গের সংগীত!

তুমি ভালোবাসা বোঝো না! কৌতুহলের কৌতুকি দৃষ্টিতে উপভোগ্য করে তোলো রমণীর তনু! ঐ কিশোরীর ইভটিজিং এর প্রতিবাদী গোলটেবিলেতে তুমিও তো প্রতিবাদী এক যুবক! তোমার শক্ত হাতের বজ্রমুষ্ঠিতে কেঁপে উঠে ভৎসনার পাষাণ বেদী, সরগরম চায়ের দোকানের সমালোচনার তপ্ত পেয়ালা! আবার সেই তুমিই কালো নিস্তব্ধ গভীর রাতগুলোতে হিংস্র অচেনা কোন পশু, যাকে কোন মা চেনে না, চেনে না বোনের হাতের আদর অথবা প্রেয়সীর লাল টিপ!

তোমার মনের নিষিদ্ধ পল্লীতে প্রতিনিয়ত অজস্র পতিতার আনাগোনা! নর্তকীর আলতাপায়ের নূপুরের নিপ্পন আওয়াজে মুহুমুহু মন মন্দিরের চারিপাশ! কেউ খল খল করে হেসে উঠে তোমার লোভাতুর চোখের লালসে, কেউ কাঁচ ভাঙা চুড়ির মত নৈশরাতে ঠোটে তোলে অতৃপ্তির গান, কেউ খঞ্জনীর খঞ্জনার কাব্যে গোধূলি লগ্নে এক সাথে উড়ে উঠা দু টো প্রজাপতির মিলনের আকাঙ্ক্ষায় উদ্বেলিত করে তোমার হৃদয়ে কামনা ঝড়!

সে মন্দিরে আসন গেড়ে বসে দেবী হয়ে বলো কি লাভ, যেখানে পাপিষ্ঠা আর পূর্ণদেবীর একত্রে সহবাস? কে হতে চাইবে তোমার মত আত্মপ্রতারিত প্রেমিকের পুজোর ভিক্ষুক! যে রাজ্যে মহারানীর আসনে বসে বাইজী, কি লাভ বলো হয়ে সে রাজ্যের সম্রাজ্ঞী?

তার চেয়ে বরং আত্মত্যাগী মাটির বুক আকড়ে পড়ে রবো ঘাস ফুলের মত! অমৃতের সব জীবনী রস চুক চুক করে শুষে নিয়ে লাল পুষ্প হয়ে ফুটে রক্তিম লালিমা ছড়াবো দিগন্তের লালিমায়। অভ্র শুভ্র পবিত্রতায় উদ্ভাসিত হবে এক টুকরো শুদ্ধ ভালোবাসা! কি লাভ বলো ঐ জলে চুমুক দিয়ে যেখানে জলকেলিতে ব্যস্ত অতৃপ্ত আত্মারা! তার চেয়ে ভালো উপোষী অনাহারী হবো কারো প্রতিক্ষায়! পার করে যাব শহস্রঅবধি একের পর এক তিতিক্ষিত রাত!

বিষয়: সাহিত্য

১৬৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File