লাঞ্চিত বাস্তবতা!
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ১২ জানুয়ারি, ২০১৩, ০৯:২৪:১৮ রাত
-ভাই ঐ দিকে এক মেয়ে ধর্ষণ হইছে! শুনছেন নাকি কিছু?
---ওহ তাই নাকি! খুবই দুঃখ জনক। খুবই দুঃখজনক।
-জ্বি! আরো দুঃখজনক হল যে ধর্ষণ করছে সে আমার শ্যালক!
---ওহ মাই গড!
-এখন কিছু বুদ্ধি সুদ্ধি দেন কি করে ঘটনাটা ধামা চাপা দেয়া যায়?
---এই কথা! এইটা কোন ব্যাপারই না। ঐ মেয়ের খোঁজ খবর নিয়ে দেখেন স্কারট পড়ে কিনা? আর এমন সময় কোন মেয়ে বের হয়? বেহায়া বেলাজ কোথাকার!
-ঠিক বলেছেন। ওই রাস্তায় ঘোরা ফেরা করে নিজেকে দেখিয়ে বেড়াবে আর কেউ একটু আদর করলে হয়ে যাবে ধর্ষণ তাই না?
---কি আর বলব বলেন ভাই! সমাজটা রসাতলে গেছে!
-জ্বি ভাই! আপনি প্রভাবশালী লোক। আইন কানুন বোঝেন। আপনার মত শিক্ষিত লোক যেইভাবে ঘটনাটা বুঝছেন দেশের মূর্খ লোক তো তা বুঝবে না। ঐ দেখেন একটা ছোটখাট মিছিলও বের করছে ''ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই।''
---ভাই টেনশন নিয়েন না। আমি ব্যাপারটা দেখতেছি। আর ধর্ষণের শাস্তি আবার কি? কোনভাবে প্রমান কইরা দিবেন মেয়েটা চরিত্রহীনা! ব্যস কেল্লাফতে!
এমন সময় ঘরে হতদন্ড হয়ে ঘরে চাকরের প্রবেশ। ভাই সর্বনাশ হয়ে গেছে! আপনার ছোট মেয়ে মানে আমাদের আপা মনি রে পাড়ার এক লম্পটে ধর্ষণ করছে। আপনার সামনে যেই ব্যাটা বইসা আছে তার শ্যালক।
---কি!!!!! ওরে আমি কাইটা টুকরা টুকরা কইরা কুকুর দিয়া খাওয়ামু । আমার নিষ্পাপ মাইয়া!
এই হল সমাজের বাস্তবতা! আমরা আপন আত্মীয় স্বজনের ক্ষেত্রে যে রায় দেই তা অন্যের আত্মীয় স্বজনের ক্ষেত্রে দেই না। তাই সমাজ থেকে অনাচারও কমে না। তাই আসুন সবার আগে নিজেকে বদলাই আপনাআপনিই বদলে যাবে সমাজ।
বিষয়: সাহিত্য
১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন