এই রাতের চাঁদরের নিচে!
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ১০ এপ্রিল, ২০১৪, ১১:৪১:৫৫ রাত
১)
এই রাতের কালো চাঁদরের নিচে
ঢাকা পড়ে আছে আমাদের স্মৃতিচিহ্ন!
স্তরে স্তরে ধুলো জমে ঢেকে গেছে অস্তিত্ব!
যেই বিশ্বাসটুকু তবুও বেঁচে ছিল দূর্বা ঘাসের নিচে
সেও ভেসে গেছে দু চোখের শ্রাবণের স্রোতে!
এ কেমন অশ্রু তুমি বলো!
শুস্ক শ্মশান গেড়ে নৈশব্দে ধাবমান!
২)শুনেছি এখন নাকি ঐ নগরী বেশ দুর্গম জনাকীর্ণ
যেখানে আমরা প্রজ্জ্বলিত ছিলাম পদ্মশত দলের মত!
আমরা তো মুছে গেছি! ধুলোয় ঢেকে গেছি!
তবুও নাকি এখনো পথিক ছুটে যায় ফসিলের খোঁজে!
এখনো নাকি গভীর রাতে ভেসে উঠে আমাদের মৃদু গন্ধ!
৩)এই রাতগুলোও কেন যেন বড় অদ্ভুত!
বুকের গভীর থেকে শুন্যতা টেনে এনে তির তির করে কাঁপা
চোখের তারায় এঁকে দেয় অমানিশার বিষণ্ণতা!
তাই অর্বাচীনের সব খোলস ছিঁড়ে আদিম উল্লাসে ম্রিয়মাণ
চাঁদরের নিচে কিছু অনুভুতি হয় পঙ্গু!
আর আমরাও মুছে যাই! ধীরে! ধীরে!
বিষয়: বিবিধ
১৯১৬ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসংখ্য ধন্যবাদ পাঠের। সুন্দর থাকুন।
রাত, চাঁঁদর, ধুলো, দুর্বা, শ্রাবণ, অশ্রু, নগরী... খুব নস্টালজিক হয়ে পড়লুম ইক্লি... আরো লিখলে ভাল্লাগতো আরো আরো...
জানেন সমুদ্র মাঝে মাঝে আমাকে হাতছানি দিয়ে ডাকে।
লিখাটির জন্য ++++ ধন্যবাদ।
ছবিটাও দেখতে ভীষন ভালো লাগছে!!!
এখনো এসব বুঝার বয়স হয়নি ! ধন্যবাদ
সুন্দর থাকুন।
নিশি অবসান প্রায়,ঐ পুরাতন বর্ষ হয় গত. . আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. . .
যেখানে আমরা প্রজ্জ্বলিত ছিলাম পদ্মশত দলের মত!
আমরা তো মুছে গেছি! ধুলোয় ঢেকে গেছি!
********************************
যখন তোমার কবিতা পড়ি
তখনই একটি সর্ট স্বপ্ন গড়ি
গড়াগড়ি খাই লাইনের পরতে পরতে
কখনো পাই নিজেকে-কখনো সুন্দরতাকে
অসম্ভব গভীর থেকে খুঁজে আনো প্রতিটি শব্দ
হতভাগ্য সেই চরিত্র-যে বুঝতে পারেনি ভবিষ্যত!
যেখানে অপেক্ষমান ছিলো-ভালোবাসার হিমালয়।
(টুম্পামণি আপু তোমার কবিতায় মন্তব্য করা কঠিন) পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
সতত শুভেচ্ছা রইল।
মন্তব্য করতে লগইন করুন