অপারেশন ভিশু হান্ট!
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ৩০ অক্টোবর, ২০১৩, ১০:১৪:২১ রাত
এই ভিশুদা টা না অন্নেক মিশুক, অন্নেক জলি। আমাদের সবার মধ্যমণি। মিষ্টি ওনার খুব পছন্দ। মিষ্টি মিষ্টি সব কথা!
ওনার জন্য চাঁদের দেশ থেকে নিয়ে আসবো এই মিষ্টি পরীটা। (যদি তিনি ইতোমধ্যে নিজে না এনে থাকেন। ) এই পরী ওনাকে মিষ্টি বানিয়ে খাওয়াবেন। মিষ্টি মিষ্টি কথা বলবে।
এক সময় এই মিছে অভিমান, এই মিছে কষ্টগুলো সব মুছে যাবে!ভালোবাসারা জানালা খুলে দেবে! দক্ষিণের জানালা দিয়ে মাঘের কোল ছেড়ে কষ্ট ছেড়ে গিয়ে বইবে বসন্তের এক পশলা সুখ! পূর্বের জানালা দিয়ে নিঝুম রাত পেরিয়ে হেসে উঠবে মিষ্টি কুসুম সকাল! আর উত্তরের জানালায় নীলকণ্ঠী পাখি বসে মুহুমুহু গানে মাতাল করে দেবে মন!
পশ্চিমের জানালা তো আরো বিশাল; হঠাৎ এক ঝাঁক জোনাকী হইহই রইরই করে এসে পরীর দেশের গল্প জুড়ে দেবে! সব সুখে খল খল করে হেসে উঠবে কখনো অভিমানে ঝিমিয়ে পড়া হৃদয়ের সুপ্ত সব অনুভুতিগুলো!
শুধু সজীবতা আর সজীবতায় নব বৃক্ষের মত সতেজ হবে জীবনের প্রতিটি প্রহর! তাতে উড়ে এসে বসবে কোকিল, ফুটবে কৃষ্ণচুড়া জীবনের রঙে রঙে , আর কত কি! আমি তো পালিয়ে যাবো বলে আপোশ করেছি। হার মেনে নিয়েছি অহৃদি নিয়তির কাছে! তলিয়ে যাবো বলে পণ করেছি নির্দয় অন্তঃসার কোন শুন্য গহ্বরে! হৃদিতা আমার ভালো লাগে না! ঠকে যাবার ভয়ে হৃদয় কেঁপে ওঠে! কলি দেখে এখন আর বিশ্বাস জাগে না একদিন কলি ফুল হয়ে ফুটবে! আমি তো থমকে গেছি! তবু জীবন থমকাবে না! জীবন চলবে জীবনের নিয়মে! দুরাকাশে উড়ে যাবে সাদা বক, ধানের শীষে চড়ুই এসে বসবে, কাঠঠোকরা সাইরেন বাজাবে! তার মিহিন সুরে যদি কখনো আসে রাত তাতে তারা ফুটবে! লাল তারা, নীল তারা, রুপালী তারা, স্বর্ণালী রঙে বধু বেশে কোন লজ্জাবতী তারা! তার মাঝে হেসে উঠবে এক জলপরী! তাকেই করে নেব আমাদের ভিশুদার পত্নী।
বি দ্রঃ মনে হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্লগার ভিশুর মন ভালো নেই। তাই ওনার মন ভালো করতে আমার সামান্য প্রচেষ্টা। আমরা যারা অনেক দিন ধরে এক সাথে ব্লগিং করছি আমরা সবাই আত্মার আত্মীয়। রক্তের বন্ধন নেই তবু মনে কত আপন! ব্লগার মোহায়মেন এবং ব্লগার নোমান যখন জুলুমের শিকার হয়ে জেলে যান তখন আমি ওনাদের নিয়ে খুব টেনশন করছিলাম।তখন একজন জিজ্ঞাসা করলেন ,''ওরা তোমার কি লাগে? তুমি ওনাদের নিয়ে টেনশন করছ কেন?'' আসলে আত্মার আত্মীয়ের চেয়ে বড় সম্পর্ক আর কিছু নাই আমি তাকে কেমনে বুঝাই! এ সম্পর্কে ব্লগার আবু সাইফ ভাইয়ার একটা কথা আমার খুব পছন্দ। 'আল্লাহ পাকের জন্য আমাদের এই সম্পর্ক। আল্লাহর অস্তিত্ব যেমন চিরন্তন, তাঁর কারণে নির্মিত সম্পর্কও তেমনি চিরন্তন-ছিন্ন বা দুর্বল হয়না কখনো, যদিও থাকে দূর বহু যোজন!!''
বিষয়: বিবিধ
৩০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন