একটি সুন্দরবন! অতঃপর ঈদ(স্যাটায়ার পোষ্ট)
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ১৩ অক্টোবর, ২০১৩, ০২:৪৪:৩১ দুপুর
সুন্দরবনের প্রতি তেনাদের ক্ষেপে থাকার কারণ কি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন গণঘুমন্ত মঞ্চের দুইজন নেতা।
এই প্রসঙ্গে কালি আক্তার বলেনঃ সুন্দরবন মূলত একটি জঙ্গল। আর জঙ্গল মানেই হল জঙ্গি। আর জঙ্গি মানেই হল রাজাকার।''স''তে সুন্দরবন, তুই রাজাকার, তুই রাজাকার।''
তার এই ডায়ালগের জন্য শীর্ষস্থানীয় নেতারা খুশি হয়ে তাকে বাংলাদেশের মালালা উপাধী দেন। মালালার সাথে মিল রেখে তার নামকরণ ''কালালা'' করা হয়। এরপর থেকে যে কোন অগ্নিকন্যার নামের প্রথম বর্ণের শেষে ''লালা'' যুক্ত করে তাদের নামকরণ করা হবে বলে নেতাদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অজ্ঞাত কারণ বশত আমাদের দেশের চেতনাবাজদের পাকিস্থানের সব কিছুর প্রতি ঘিন্না দেখা গেলেও এই ''লালা'' প্রীতি তাদের মাঝে প্রকটভাবে দেখা যায়!
এম্রান এইচ দৌড়ে এসে বলেন,''সুন্দরবনে মৌলবাদী বাঘের দাপটে তেঁতুল গাছ অনেক কমে গেসে। এটা স্বাধীনতা বিরোধী পশুদের চক্রান্ত। আর আমি তেঁতুল গাছ পুনরায় লাগানোর দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসতেসি। আর ধর্ম ভিত্তিক রাজনীতি কি করে তেঁতুল গাছের বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে, সেটিও আমি জনগণের সামনে তুলে ধরসি। এ প্রসঙ্গে আমার স্লোগান হল ,''তেঁতুল গাছ যার যার, কিন্তু তেঁতুল সবার।'
এ প্রসঙ্গে ৭১ টিভির এক বিখ্যাত সাংবাদিক রিপোর্ট করেন ,'' সুন্দরবনের বিস্তার মানেই হইল মৌলবাদী শক্তির উত্থান। এবং এটা হইসে মূলত '৭৫ সালের পরে। পরবর্তী সরকার মৌলবাদীদের অবাধ বিচরণ নিশ্চিত করসেন।''
'
অতঃপর এম্রাণের দাবির প্রেক্ষিতে বাঘের ফাঁসির রায় হইল। এ প্রসঙ্গে সুন্দরবনের এক ছাগল বলল,''আমি বাঘকে চাঁদে দেকেচি। চান্দের বুড়ির সাথে তাকে খোশ মেজাজে গল্প করতে দেখা গেচে।''
এম্রাণ উল্লাস প্রকাশ করে বলেন,'' অবশেষে তেতুলীয় চেতনারই জয় হল।'' তিনি খুশিতে তেঁতুল নিয়ে ছড়া কেটে বলেন,'' তেঁতুল পাতা, তেঁতুল পাতা,
তেঁতুল বড় টক,
সানি লিওনের সাথে প্রেম করিতে আমার বড় শখ।''
তারপর ৭১টিভিতে এম্রাণের ভাষণ নিয়ে রিপোর্ট হল। এক বুদ্ধিজীবি বলেন,'' সানি লিওন মৌলবাদী চেতনার বিপক্ষে এক নতুন উদীমান শক্তি। সানি লিওন দ্বিতীয় চেতনাযুদ্ধের সর্বশ্রেষ্ঠ বাঙালী নারী। তিনি শর্টসের উপকারীতা এবং ঘোমটার অপকারীতা আমাদের সামনে তুলে ধরসেন। মূলত এই চেতনা নিয়েই আমরা আন্দোলন করসিলাম। অথচ মৌলবাদীরা সানি লিওনের অধিকার খর্বের জন্য রাজ পথে নাইমা তান্ডব করতেসে! এখনই সময় তাদের রুখে দেবার।''
বি দ্রঃ এমনই সব ঘটনা, রটনা, দুর্ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে আমাদের দেশ। তবুও ঈদ আসে। ঈদ যায়! মানুষ এরই মাঝে খুঁজে নেয় কিছুটা স্বস্তি। ঈদ আমাদের জীবনে বয়ে আনুক নির্মল আনন্দ এই প্রত্যাশা। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
বিষয়: বিবিধ
২৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন