Good Luckএকদিন হেমোলিনের বাঁশিওয়ালা আসবে!

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০২ অক্টোবর, ২০১৩, ০২:৫৯:১৫ দুপুর



বড় অসহায় বিধ্বস্ত আজ এই বেঁচে থাকার উপাখ্যান! ক্লান্ত বড়ই ক্লান্ত, বিমর্ষ! থেকে থেকে মুষড়ে পড়ে মন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কিম্ভূতকিমাকার ফানুশগুলোর নষ্টামির শক্ত চাবুকে। আমি পরাজিত! ভীষণভাবে পরাজিত! আমি নিয়তির কাছে হার মেনেছি আস্তে আস্তে হারিয়ে যাবো বলে নিয়তির কৃষ্ণ গহ্বরে।

এ শহরের মানুষগুলো বড় নিন্দুক! কুকুরের বিষ্ঠা খোঁজের মত শুঁকে শুঁকে বেড়ায় এরা একে অন্যের দূষিত ঘামের গন্ধ! সেলুকাসও বিস্মিত হয়ে থ দিয়ে যায় পতিতার মুখে শুনে সতীত্বের নগ্ন বয়ান! এরা মুখোশের আড়ালে মুখোশ পরে স্তরে স্তরে ঢেকে রাখে পাপাচার। যদি কোন দিন স্রোতস্বিনীর এ শহরে নগ্ন অসভ্যতাকে হার মানাতে হেমোলিনের সেই বাঁশি ওয়ালা আসে, আবারো বাজে বাঁশি নষ্টবিনাশের উল্লাসে, সব কুৎসিত প্রেতাত্মাগুলো সেই বাঁশির টানে ঝাঁপ দিয়ে বিলীন হয় বঙ্গোপসাগরে , সে দিন আবারো দেখো দেখা হবে! আবারো জীবনের পসরা বসবে বুড়িগঙ্গার তীরে! আবারো এই ঘন আলোতে সিন্ধ হবে সবুজ সতেজ বিকেল !

এই নষ্ট শহরে নিষ্পাপ গলাতে ফাঁসির দড়ি পড়ে আর ব্যাথাতুর নয়নে চেয়ে চেয়ে দেখে অসহায় বধের আশায় পিশাচের রক্ত লাল চক্ষু! মৃত্যুরা প্রহরগুণে ন্যায়বিচারের পথ চেয়ে! এখানে পাপিষ্ঠ নাগ গলা ছেড়ে দেয় ছোবলের হুংকার!

আমার বুক ভেঙ্গে আসে! নিদারুণ কষ্টে বুক ভেঙ্গে আসে। তবু নিশ্চুপ! প্রতিবাদের লালিমায় কন্ঠ রাঙালে হন্তারকের ছুঁড়ির আঘাতে জীবন হয়ে যায় নিস্তব্ধ! হতবিহবল বিধ্বস্ত আত্মা! তাই ভেঙ্গে পড়ি! থেকে থেকে ভেঙ্গে পড়ি। নিয়তির কাছে লজ্জিত পরাজিতের বেশে নির্মমতাকেই মেনেই নেই। সভ্যতা আজ নির্বাক! ভীষণ নিস্তব্ধ!

যদি কোন দিন পথ ভুল করে হেমোলিনের সেই বাঁশি ওয়ালা আসে যার তীব্র প্রতীক্ষায় ধ্বসে যাওয়া এই শান্ত হৃদয় নদীর পাড়, দু চোখ জুড়ে রক্তাক্ত তৃষ্ণা; সে দিন আবার কন্ঠ ছেড়ে গান গাইবো! আর বাঁশিওয়ালা বাঁশি বাজাবেন! সেই বাঁশির দাপটে বিবেকহীনেরা হয়ে যাবে বন্ধ্যা! নির্বংশ হয়ে যাবে পাপিষ্ঠ হিংস্র পশুর দল!

বিষয়: বিবিধ

২০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File