Good Luckপুরুষ!!

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫৫:১০ সন্ধ্যা



আমি নারী অবলার অবয়বে প্রতিবাদহীন জীব

সভ্যতার নষ্টপ্রাচীরে গড়া কংকালসার

সমাজের এক বোবা পুতুল।

শাসকের রক্ত চক্ষু দেখে কেঁপে উঠি বারে বারে

তবু কন্ঠে ফোটাই না প্রতিবাদের ধ্বনি

তুমি যে আমায় কোমলমতি দেখতে ভালোবাসো

তুমি পুরুষ!!

মনে মনে বলি তুমি শাসকও বটে!

কখনো স্নেহময় বাবার বেশে,

কখনো রাগী প্রতিবাদী ভাই,

কখনো স্বামী, কখনো আবার প্রিয়তম!

বাবার বেশে তুমি অসীম আদুরে

এই নষ্ট যুগের সংকীর্ণ সমাজে

আমার বিশাল আশ্রয়!

আমি খেলার ছলে

কিশোরী বুলিতে গান গেয়ে তোমার মন ভোলাই

তুমি বীরের মত হাত নেড়ে

নির্বিকারের ছলে উড়িয়ে দাও আমার দুষ্টুমি।

কপোলেতে এঁকে দাও মমতার চুম্বন!

আমি আপ্লুত হই ভালোবাসার প্লাবনে!

ওদিকে তোমারই মত কেউ হন্য হয়ে ঘুরে ফিরে

কলঙ্কের কালিমার খোঁজে!

ইভটিজিং এর তীক্ষ্ণ চাবুকে ক্ষতবিক্ষত করে দেয়

আমার স্বাধীনতার আচ্ছাদন,

নারীত্বের গৌরব!

ধুলিতে মিশিয়ে ছিন্নভিন্ন করে

আমার আজীবন লালিত পাখি হবার স্বপ্ন।

চলন্ত ট্রেনের মত পুই পুই ছুটে চলার আগেই

পায়ের পরিয়ে দেয় পরাধীনতার শৃঙ্খল!

তুমি কাপুরুষও বটে!

তোমাকেই আবার আমি সাজাই

কল্পনাতে কত রঙে কত রূপে!

তুমি রাজকুমারের মত

ঘোড়ায় চড়ে আস টগবগিয়ে-

আমি তোমার প্রতীক্ষায় প্রহর গোনা

এক বন্দী রাজকুমারী!

পুরুষ তুমি অমলিন তোমার মত করে!

কখনো ঘৃণায় তোমাকে দূরে ঠেলে দেই

আবার কাছে টেনে নেই ভালোবাসার আবেশে!

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File