Good Luckযে তথ্যগুলো ডাক্তারের কাছে লুকাবেন না।

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ৩১ জানুয়ারি, ২০১৩, ১১:৩৩:১৭ রাত



একটি পরিপূর্ণ রোগের হিষ্ট্রি পারে অর্ধেক রোগ ডায়াগনোসিস করে দিতে। তাই ডাক্তারের কাছে অবশ্যই আপনি কিছু ইনফরমেশন জানাতে ভুলবেন না। কিছু তথ্য যা আপনি হয়ত ভাবছেন অপ্রয়োজনীয় কিন্তু ক্লিনিক্যালি অসুখ খুঁজে বের করতে খুবই গুরুত্বপূর্ণ। যেমন-

Good Luck

-আপনার সঠিক বয়স। একেক বয়সে একেক রোগের প্রাধান্য বেশি। শিশু,যুবক, বৃদ্ধ সবার ইমিউনিটি সমান নয়।

- ধর্ম। মুসলমানদের মাঝে যে সব রোগ দেখা যায় সনাতন ধর্মীদের মাঝে সে সব রোগ দেখা নাও যেতে পারে।

-আপনার ডায়াবেটিস, হাইপারটেনশান প্রভৃতি অসুখ আছে কিনা।

- আপনার পরিবারে কারো ডায়াবেটিস, হাইপারটেনশান প্রভৃতি অসুখ আছে কিনা।

- আপনি কেমন ধরণের খাবার খেতে পছন্দ করেন। চর্বিযুক্ত খাবার ক্যান্সার,পিত্তথলির পাথর,হাইপারটেশান প্রভৃতির ঝুঁকি বৃদ্ধি করে। আবার শাকসবজির ফারমেন্টেশন অনেক সময় কলন ক্যান্সার ঘটাতে পারে। ঝাল খাবারের জন্য হতে পারে পেপটিক আলসার। বেশি করে লবন গ্রহন বাড়াতে পারে হাইপারটেশানের ঝুঁকি।

- আপনি ধূমপায়ী কিনা। ধূমপান হতে ফুসফুস ক্যান্সার হতে শুরু করে হাজার রকম অসুখের কারণ।

-আপনি এলকোলিক কিনা। মদ্য পান অন্ননালির ক্যান্সার, লিভার সিরোসিস সহ অনেক রোগের কারণ।

-আপনার ইমিউনাইজেশান হিস্ট্রি। টিটেনাস,বি সি জি, হেপাটাইটিস বি ইত্যাদি। নিশ্চিত করুন আপনার টিকাগুলো নেয়া আছে।

-আপনার অতীতের যে কোন রোগের বিবরণ এবং সেই রোগে আপনি কি ওষুধ সেবন করেছেন তার পরিপূর্ণ বিবরণ। এ ছাড়া যে কোন ধরণের ওষুধ সেবনের বিবরণ। অযথা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকুন।

- মহিলাদের মিন্সট্রুয়েশন হিস্ট্রি। এ ক্ষেত্রে ডাক্তারদের কাছে হেজিটেশন করার কিছু নেই। কন্ট্রাসেপ্টিভ হিস্ট্রিও প্রয়োজন হতে পারে।

-আপনার বংশে কোন রোগের প্রাধান্য আছে কিনা।

-আপনার বৈবাহিক অবস্থা এবং সন্তান সন্ততি।

-যে কোন ধরণের অনিয়ন্ত্রিত জীবন যাপন।

ধন্যবাদ।

বিষয়: বিবিধ

২০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File