দূরেই যদি যাবি চলে স্বার্থপর, কেন জোছনা দেখালি?
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ১০ মে, ২০১৩, ১২:২০:২৫ রাত
কে তুমি কালো? এত বীভৎস রকমের কালো?
-আমি অন্ধকার! আমি সেই অন্ধকার যাকে তুমি এত ভালোবাসো!
কে বলেছে আমি অন্ধকার ভালোবাসি? না, একদম না! আমি তো অন্ধকারে কেঁপে কেঁপে উঠি! ভয় পেয়ে যাই! পাগলের মত হন্য হয়ে দিকবেদিক খুঁজে চলি আঁধার ভেদ করে আসা এক টুকরো অংশুমান!
-তবে তুমি আমায় ভালোবাসো না! তবে কেন আঁধারে লুকাও বারে বারে? শক্ত আঁধারের পর্দা টেনে দিয়ে আধল বালিকার মত অন্ধকারের চাঁদর জড়িয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো?
ওহ এই কথা! বিশ্বাস কর আমি আঁধারে লুকাতে চাই না! আমিও যে চাই বাঁধ ভাঙ্গা আলোর প্রহর! আমিও হতে চাই একটা নিশ্চিন্ত বিকেলবেলায় নীল আকাশে আঁকা তির্যক বাঁকানো সাতরঙা রামধনুর সাক্ষী ! কিন্তু এই কষ্টগুলো যে বড়ই একরোখা! ওরা দিনের আলোয় উদম ভৎসনার মত হন্য হয়ে অমরাবতীর প্রসাদ ছেড়ে আমার ছোট্ট মনমন্দিরে চলে আসে! আমি শক্ত করে ঠেসে দেই দরজার কপাট! ওরা আলোক রজ্জুর পথ ধরে গোঁয়ার রক্তচোষা শাবকের মত জানালার পর্দার সূক্ষ্ম ছিদ্র ঘেঁষে ছিদ্রান্বেষী হন্তারকের মত উঁকিঝুঁকি দিয়ে রক্তলাল চোখের শাসানিতে ঝাঁঝরা করে দিতে চায় আমার সাজানো স্বপ্নের ক্ষেমঙ্কর অভিলাস! আর তাই আমি আঁধারে লুকাতে চাই! একটা নির্ভয় ক্লেদমুক্ত প্রহরের আশায়!
- তাহলে সেই রুপালী জোছনা? যার আশায় ক্লিষ্ট চোখে ঝরঝর অশ্রু রাত্রিতে চুপিচুপি জেগে উঠে ভৌতিক সব উপাখ্যানের পাতা ছিড়ে ফেলে ভয়ার্ত চোখে রাতের পর্দা সরিয়ে আকাশের নীলনক্ষত্র দেখো?
ওহ সেই কথা! যত দূর মনে পড়ে ঐ জোছনার জন্যই আজ সর্বহারা গহন মেঘাচ্ছন্ন এই হৃদয় পাড়া! কোন এক জোনাক জ্বলা রাতে একাকী জোনাকির পিছু পিছু এসে দেখি হৃদয় ঘাটে দুই নৌকা ভেড়ানো মাঝ দরিয়ায় কবিতা গানের পসরায় নতুন সুর কলকিতে বাঁধার আশায়! এক নৌকার গলুই টেনে মনে হল এই হয়ত সেই জীবনের ধূপছায়া যাকে আমি দিশাহীন নাবিকের মত খুঁজে চলেছি! পরক্ষনেই মনে হল সবই ভ্রম! আমি এখনো সেই অভিমানী চাঁদোয়ার জোছনাধোয়া মাঝিকেই খুঁজে চলেছি যার চোখের বাঁকানো চাঁদে প্রথম জোছনা দেখেছি!
বিষয়: সাহিত্য
৩৫০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন