Good Luck এলোমেলো ভাবনাগুলো

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০৯ এপ্রিল, ২০১৩, ১১:২৭:১৩ রাত

ছোটবেলায় একটা ভাবনা আমাকে খুব তাড়িত করতো। আমার আম্মু কাকে বেশি ভালোবাসেন? আমাকে নাকি আমার ভাইয়াকে? আমাদের দুই ভাই-বোনের মধ্যে বয়সের ব্যবধান খুব বেশি ছিল না। আমরা আম্মুর দুই পাশে দুই জন আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতাম। আর ঝগড়া করতাম কে বেশি আম্মুর গায়ের উপর হাত পা তুলে দিয়েছে তাই নিয়ে। দু জনেই পাল্লা দিয়ে মায়ের উপর বেশি অধিকার আদায় করে নিতে চাইতাম। যা হোক অল্প কিছুদিনের মধ্যেই আমার ভাইয়ের রুম এবং বেড আলাদা হয়ে যায়। আর আমার মুখে হাসি বিজয়ীর হাসি। এখন ''মা'' পুরোটাই আমার।

আমি সাধারনত মা ছাড়া কোথাও গিয়ে থাকতে পারতাম না। এমন কি আত্মীয়স্বজনদের বাড়িতে গিয়েও না। এই নিয়ে তারা আমাকে যথেষ্ট ভেঙ্গাতো। যা হোক তা নিয়ে আমি কখনো ভাবতাম না। আমি আমার মায়ের আঁচলের নিচেই যথেষ্ঠ সুখী ছিলাম। একবার এক আত্মীয়ের বাসায় খুব সাহস করে সারা রাত ছিলাম। যদিও মধ্য রাতে একা একা কেঁদেছি। কিন্তু এ কথা কাউকে বলি নি নিজের ভাব নষ্ট হয়ে যাবে ভেবে। পরদিন বাসায় এসেছে শুনেছি আম্মুও রাতে আমার জন্য কেঁদেছেন। রাত ১০টা বাজে চেয়েছিলেন আমাকে আত্মীয়ের বাসা থেকে নিয়ে আসতে। কিন্তু আব্বুর কারণে পারেন নি। আব্বুর কথা হল-একা একা তো কখনো বেড়ায় না। এবার বেড়াক। অভিজ্ঞতা হবে।

তারপর এইচ এস সি পাশের পর ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজে চান্স পেলাম। সবার মুখে খুশির হাসি কিন্তু আমার মন খারাপ। বার বার এই ভেবে চোখ টলমলিয়ে উঠত যে আমাকে হোস্টেলে চলে যেতে হবে। আম্মুকে ছেড়ে, বাসা ছেড়ে চলে যেতে হবে। আম্মুর আদর পুরোটাই আমার ভাইয়া পাবে। মনের মাঝে একটা শংকা খুব কাজ করতো আম্মু হয়ত আস্তে আস্তে আমাকে ভুলে যাবে। আর আগের মত আদর করবে না। হোস্টেলে আসার পর খুব চেষ্টা করেছিলাম চোখের পানি কাউকে দেখাবো না। ভাব নষ্ট হবে। কিন্তু বাসা থেকে কেউ ফোন দিলেই আপনাআপনি আমার কাঁদো কাঁদো কণ্ঠস্বর। কিছুতেই নিজের মনকে লুকিয়ে রাখতে পারিনি। বাসায় আম্মুর অবস্থাও ছিল সেইম। এই জন্য হোস্টেলে এসে আমার খাপখাওয়াতে অনেক দিন সময় লেগেছে। অন্য মেয়েরা যত সহজে খাপখাইয়ে গেছে আমি পারি নি। যাই হোক এখন বেশ ভালোভাবেই অভ্যস্থ। মাঝে মাঝে দুই মাসেও বাড়ি যাই না।

ইদানিং মনের মাঝে আরেকটি ভাবনা কাজ করে। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কি আমি সবার থেকে পর হয়ে যাবো? আম্মুর থেকে , আমার বাসার মানুষদের থেকে? আরো কয়েক ধাপ দূরে সরে যাবো? যখন এই ভাবনা আসে তখন মনে হয় আমি জীবনে আর এগিয়ে যেতে চাই না। জীবন থেমে যাক আমার ছেলেবেলায়। আমার মায়ের, বাবার, ভাইয়ের অকৃএিম ভালোবাসায়।

বিষয়: বিবিধ

১৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File