ওরা গুরুজন মানে না
লিখেছেন লিখেছেন তারেক ১৫ জানুয়ারি, ২০১৩, ০৪:৩৩:৪৩ বিকাল
যারা শিক্ষা দেয়ার কাজ করছেন তাদের আমরা শিক্ষক হিসাবে চিনি এবং জানি। ছোট বেলা থেকেই আমরা তাদের গুরুজন বলে মানি। কিন্তু পুলিশ!
ওরা গুরুজন মানে না। ওরা জঙ্গি। ওরা সরকারের নুন খায়, গুন গায়। ঘুষ নেয়, আনন্দে দিন কাটায়। তাই শিক্ষকের গায়ে হাত তুলতে ওদের বাধে না।
আচ্ছা একটা জিনিস মাথায় ঢোকে না। এই পুলিশও! কিন্তু স্কুলে গেছে। শিক্ষা গুরুর চরন ধূলি নিযেছে। কিন্তু চাকুরী ওদের এমন অমানুষ করে দিল! আফসোস!
যারা লাঠি হাতে শিক্ষকদের দিকে তেড়ে যান , তাদেরও কারো বাবা, ভাই, বোন কিংবা মা শিক্ষক থেকে থাকতে পানে। কিন্তু তাদের আসল শিক্ষাটা দিতে পারেননি বোধ হয়। তাই শেষ পর্যন্ত শিক্ষক পিটিয়ে মনের ঝাল মেটাচ্ছেন!
সেই পুলিশের জন্য করুণা, যারা শিক্ষকদের গায়ে হাত তূলছেন। তাদের কি সব আজব স্প্রে মারছেন।
আমরা তো আর কেউ কামড়ালে তাকে কামড়াতে পারি না। তাই করুণাধারা বয়ে যাক তাদের ওপর, সেই দোয়া করছি।
বিষয়: রাজনীতি
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন