...তারে দেখছেন? কী অবস্থা!....
লিখেছেন লিখেছেন তারেক ১৪ জানুয়ারি, ২০১৩, ১২:৩৩:১০ দুপুর
গেরামের ফোন আসলের গেরামের না। এখন হগলতেই এইটা ব্যবহার করেন। তারা সোলোগান বদলাইছে।
বইলতেছে চলো বহুদূর। ভালা কতা। চলি বহুদূরে কিন্তু রাঙ্গামাটি লেকের উপরে (সম্ভবত) যে মাইয়াটা গাছের ওপর একটা খারা করাইয়া দৌড়ের ভঙ্গি করছে, তারে দেখছেন? কী অবস্থা!
বড়ই বেশামাল। বক্ষ জোড়া পক্ষির মত উড়াল দিবার চায়। চলো বহুদূরে যাই।
এমতে কি আর বহুদূর যাওন যাইবো। জানি না। তয় আমরা এই রকম বিজ্ঞাপনের পক্ষে থাকতে পারি না।
তাইলেই কি আর না থাইকলেই কি বহুজাতিক এ কোম্পানি তার অ্যাড দিবোই। আমরা দেহুম।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন