নিরাপত্তারক্ষী, ক্যাডার ও গডফাদারদের সমন্বয়ে নতুন বাণিজ্য ধারণার দুই হিরোকে অভিনন্দন!

লিখেছেন লিখেছেন তারেক ২৪ মে, ২০১৪, ০৪:২০:২৮ বিকাল

গুম, খুন, অপহরণ দেশের কিছু মানুষের ক্রয় ক্ষমতা বাড়াইতাছে। কিছু মানুষকে উকিল পোষার ব্যবস্থা করতেছে। কিছু মানুষেরে পথে পথে ঘুরাইতাছে। কিছু মানুষেরে সরকারি দলের লোকদের দয়া দাক্ষিণ্য লইবার ব্যবস্থা করিয়াছে।

এই যে চক্রাকারে ঘোরাঘুরি চলিতেছে এটাও একটা শিল্প।

তবে এ শিল্পকলারও একজন পথিকৃৎ হিসাবে জয়নাল হাজারি 'কাগু' আর শামীম ওসমান 'বাপ'রে আমরা সামনের বিজয় দিবসে দেশের অর্থনিীততে নতুন একটি ধারণাকে শিল্প হিসাবে প্রতিষ্ঠার জন্য বিজয় দিবস সম্মাননা ২০১৪ দেওনের জন্য সরকারে কাছে আকুল আহবান জানাইতেছি।

আগে জানতাম পর্যটন লিকুইড মানির সঞ্চালন বাড়িয়ে বিভিন্ন প্রান্তিক মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটায়।

এ থিওরি ভিত্তিহীন প্রমাণ করে তারা দুইজন গুম, খুন, জখম এবং অপহরণের মাধ্যমে মানুষকে বিপদাপন্ন করে লিকুইড মানির ব্যাপক ভিত্তিক সঞ্চালনে নিরাপত্তারক্ষী,ক্যাডার ও গডফাদারদের সমন্বয়ে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে শিল্প সক্ষমতা প্রমাণ করেছেন, তার জন্য অভিনন্দন প্রিয় 'কাগু' এবং 'বাপ'।

বিষয়: বিবিধ

৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File