আমার গরম লাগে না-
লিখেছেন লিখেছেন তারেক ২৫ এপ্রিল, ২০১৪, ১০:২০:৪০ রাত
তাজরিন গার্মেন্টে মানুষ পোড়ানোর নির্মম দৃশ্য দেখার পরে আমার গরম লাগে না। দিনের পর দিন রানা প্লাজায় গত বছরের এপ্রিলেই তো মানুষ আটকে ছিল, মরে গেছে। তাদের ইট সুরকির নিচে চাপা রেখেই পাশেই তো দেখছি- কী আমুদেই না গিলেছে তেহারি-বিরিয়ানী। জুসের বোতলে চুমুক দিছে। আর আমাদের আশার আলো ফায়ার বিগ্রেডের সৈনিকরা ছুটে গেছে অন্ধকারে-কেউ কি আছেন? থাকলে আওয়াজ দ্যান, দেয়ালে আঘাত করেন, আমরা আপনাকে খুঁজে নেবো। তাদের খুঁজে আনা লাশ, জীবিত শরীর সামনে নিয়ে ক্যামেরা বন্দী মানুষকে দেখে আমার শরীর আরো শীতল।
এ রকম দৃশ্য দেখার পরে আমার গরম লাগে না। কসম খোদার, আমার গরম লাগে না।
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন