শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং লোভ

লিখেছেন লিখেছেন তারেক ২৩ এপ্রিল, ২০১৪, ০৩:৫৭:৪৪ দুপুর

আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি এবং লোভ আছে।

ত্রুটি টা হলো আমার আসলে কোন ধরণের প্রফেশনাল দরকার এবং কোন লেভেলের দরকার, সেটি আমরা দেখি না।

যদি দেখতাম তাহলে বিবিএ .. এমবিএ এত দরকার হতো বলে মনে হয় না।

লোভটা হলো আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে- কাঁড়ি কাঁড়ি টাকা কামাবে।

আসলে এখানে বড় একটা জিনিস অনুপস্থিত। সেটি হলো মানুষ হওয়া।

আমরা পূর্ণভাবে মানুষ হতে পারিনি বলে এত দ্বন্ধ, জিঘাঙ্সা আর রাজনীতি।

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212273
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
160577
তারেক লিখেছেন : ধন্যবাদ
212282
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৯
ফেরারী মন লিখেছেন : সঠিক বলেছেন। আসলে আমরা নীতি নৈতিকতার শিক্ষা না দিয়ে ছোট বেলা থেকেই ছেলেপেলেদের টাকা কামানোর পিছনে লেগে দেই এতে একটি ছেলে বা মেয়ের মানষিক বিকাশ হয় না।
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
160576
তারেক লিখেছেন : হুমমম
212401
২৩ এপ্রিল ২০১৪ রাত ১১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছোট্ট পোষ্টেই অনেক বড় একটি কথা বলেছেন। আসলেই আমাদের শিক্ষা ব্যবস্থার বড় ক্রুটি হচ্ছে এখানে শিক্ষা ও প্রশিক্ষন এর মাধ্যমে মানবিক গুনাবলির বিকাশের থেকে বেশি গুরুত্ব দেয়া হয় টাকার দিকটি।
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৮
161422
তারেক লিখেছেন : হুমম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File