এক মহা বিস্ময়কর গ্রন্থ আল কোরআন

লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ১৬ জানুয়ারি, ২০১৩, ০৭:৫২:৪১ সন্ধ্যা

মহাগ্রন্থ আল কোরআন মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য এক সুবিশাল জ্ঞানভান্ডার এবং আল্লাহ তায়ালার এক সুপরিকল্পিত নির্দেশনার বিন্যাস। কোরআন নাযিলের হাজার হাজার বছর আগের ও পরের এমন সব তথ্য এতে লিপিবদ্ধ আছে, যা বর্তমান সময়ে এটিই প্রমাণ দেয় : এই কোরআন সেই মহান সত্তার সৃষ্টি যিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সব জানেন এবং এই মহান সত্তা তাই সব সৃষ্টির স্রষ্টা হওয়া যুক্তিযুক্ত। বর্তমানে বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেছেন যা দেড় হাজার বছর আগের নাযিলকৃত কোরআনে আল্লাহ তায়ালা উল্লেখ করেছেন। আর কোরআনে কিছু জিনিস এমনভাবে এসেছে যে, তা মুসলিম অমুসলিম উভয়কে কোরআন নিয়ে চিন্তা-গবেষণার দ্বার খুলে দিয়ে বলে এক আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ ব্যতীত কোনো মুক্তি নেই।

মহাগ্রন্থ আল কোরআন শুধু পথনির্দেশিকা সংবলিত কোনো গুরুগম্ভীর গ্রন্থ নয়। এ মহাগ্রন্থ নিয়ে চিন্তা-গবেষণা আমাদের সামনে এক বিস্ময়কর; কিন্তু নিখুঁত সামঞ্জস্য তুলে ধরতে সক্ষম, যা মহাবিশ্বে পৃথিবীর মধ্যকার মানুষ ও অন্যান্য সৃষ্টি এবং মানুষের পারস্পরিক অবস্থানে বিদ্যমান। আর যা অবশ্যই আমাদের সন্দেহপূর্ণ, এলোমেলো এবং পরকালীন চিন্তাবিহীন জীবনপদ্ধতিতে আমাদের রব সম্বন্ধে দৃঢ় বিশ্বাস এনে দেবে। একমাত্র কোরআন নিদের্শিত পথেই মানুষের কল্যান।

আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝে ও কোরআন মেনে চলার তৌফিক দান করুন ।

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File