কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন গড়ুন ( পর্ব-২)

লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ১৭ মার্চ, ২০১৩, ০৫:৫৬:৩৯ বিকাল

কোরআনের ধারাবাহিক অনুবাদ,

সূরা আল বাক্বারা,মদীনায় অবতীর্ণ-আয়াত ২৮৬,রুকু-৪০

১.আলিফ লা-ম মী-ম।

২.( এই ) সেই ( মহা) গ্রন্থ ( আল কোরআন) তাতে ( কোনো) সন্দেহ নেই,যারা( আল্লাহ তায়ালাকে) ভয় করে ( এই কিতাব কেবল) তাদের জন্যেই পদপ্রদর্শক,

৩. যারা গায়েবের ওপর ঈমান আনে,যারা নামায প্রতিষ্ঠা করে,তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে ( আমারই নিদের্শিত পথে) ব্যয় করে,

৪.যারা তোমার ওপর যা কিছু নাযিল করা হয়েছে তার ওপর ঈমান আছে-( ঈমান আনে) তোমার আগে (নবীদের ওপর) যা কিছু নাযিল করা হয়েছে তার ওপর,( সর্বোপরি) তারা পরকালের ওপরও দৃঢ় বিশ্বাস রাখে।

৫.( সত্যিকার অর্থে) এ লোকগুলোই তার মালিকের ( দেখানো) সঠিক পথের ওপর রয়েছে এবং এরাই হচ্ছে সফলকাম,

৬. যারা ( এ বিষয়গুলো) অস্বীকার করে,তাদের তুমি ( পরকালের কথা বলে) সাবধান করো আর না করো,( কার্যত) উভয়টাই ( তাদের জন্যে) সমান ( কথা),এরা কখনো ঈমান আনবে না।

৭.( ক্রমাগত কুফরী করার কারনে) আল্লাহ তায়ালা তাদের মন মগয ও শুনার ওপর মোহর মেরে দিয়েছেন,এদের দেখার ওপরও (এক ধরনের) আবরন পড়ে আছে এবং তাদের জন্যে (পরকালের) কষ্টদায়ক শাস্তি রয়েছে।

৮.মানুষের মাঝে কিছু (লোক এমনও) আছে যারা (মুখে) বলে, আমরা আল্লাহ তায়ালার ওপর ঈমান এনেছি;কিন্তু(এদের কর্মকান্ড দেখলে তুমি বুঝতে পারবে) এরা (মোটেই) ঈমানদার নয়।

(চলবে......ইনশাআল্লাহ)

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File