"কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন গড়ুন"

লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ০৯ এপ্রিল, ২০১৪, ০৬:২৯:২৫ সন্ধ্যা

আমরা ছোট বেলা থেকেই সবাই কোরআন পড়ে আসছি ; কিন্তু আমরা কয়জনে কোরআন এর অর্থ বুঝে পড়েছি ? আসলে আমরা কেউই ছোট বেলা কোরআন বুঝে ও কোরআনের অর্থ পড়েনি । হয়তো আমাদের মাঝে দুই এক জন ব্যতিক্রম থাকতে পারি ; কিন্তু অনেকেই কোরআন পড়ি এবং আমাদের প্রত্যেকের ঘরেই কোরআন আছে, আমরা কোরআন পড়ি তেলাওয়াতের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে, আর এই কোরআনটাকেই যদি আমরা অর্থ বুঝে পড়তাম তাহলে আমরা কোরআনের মূল হাকিকত, কোরআন নাযিলের উদ্দেশ্য এবং কোরআন আসলেই আমাদের বাস্তব জীবনের জন্যে কতটুকু প্রয়োজন তা আমরা তখনই উপলব্দি করতে পারতাম । কোরআনের অর্থ না বুঝে শুধু সওয়াবের নিয়তে পড়ার কারনেই আমরা আমাদের বাস্তব জীবনে কোরআন অনুযায়ী চলতে পারি না,হয়তো কোরআন তেলাওয়াতের কারনে তার সওয়াব আমরা পাবো;কিন্তু যদি এই কোরআন আমরা অর্থ বুঝে পড়তাম তাহলে সওয়াবও হতো এবং কোরআনের অর্থ বুঝার কারনে আমরা আমাদের প্রাত্যহিক ও বাস্তব জীবনে কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারতাম । আমাদের প্রত্যেকের ঘরেই আমাদের প্রিয় ধর্মগ্রন্থ কোরআন আছে এবং প্রতিদিনও হয়তো আমরা কোরআন তেলাওয়াত করি । প্রত্যেক ধর্মপ্রান মুসলমানের ঘরেই কোরআন আছে । কোরআন আছে শুধুই ধর্মগ্রন্থ হিসেবে আমাদের ঘরে - শুধু এটুকুই আমরা বলতে পারবো । হাজার হাজার লাখো লাখো কোরআন থেকেও আজ আমরা কোরআনকে না বুঝে অর্থসহ না পড়ার কারনে আজ কোরআনের নির্দেশিত পথে কোরআনের আইন অনুযায়ী আমাদের জীবন,আমাদের পরিবার,আমাদের সমাজ ও দেশকে গড়তে পারিনি ।

"এসো কোরআনের ছায়াতলে

সমবেত হই

এসো আল্লাহ রাসূলের

অনুগত হই

কোরআনের ছায়াতলে এসে

কতো লোক প্রাণ দিলো হেসে "

আর নয় হানাহারি !

আর নয় মারামারি !

আর নয় অত্যাচার,জুলুম ও নির্যাতন !

নিজের জীবন,নিজের পরিবারের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে কোরআনের নির্দেশিত পথকেই আমাদের অনুসরন ও অনুকরন করতে হবে । বিজাতীয় সংস্কৃতি পরিহার করে ইসলাম ও আল্লাহ এবং আল্লাহর রাসূল ( সাHappy-এর পদাংক অনুসরন করাই আমাদের জন্যে একমাত্র পাথেয় ও কল্যানকর হবে ।

আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ! আমীন !!

বিষয়: বিবিধ

২০৭৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205207
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এসো কোরআনের ছায়াতলে

সমবেত হই

এসো আল্লাহ রাসূলের

অনুগত হই Rose
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৩
154267
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : জাযাকআল্লাহ খায়রান । খাদিজা আখতার রেজায়ীর লেখা একটি গানের প্রথম লাইন এটি ।
205222
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
শিশির ভেজা ভোর লিখেছেন : কুরআন পড়া শিখছিলাম কিন্তু চর্চার অভাবে ভুলে যেতে বসেছি। Crying Crying Crying Crying
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪১
154215
মুহাম্মদ_২ লিখেছেন : চলুন প্রতিদিন পঠিত মাত্র ১০৫ টি শব্দের অর্থ শিখে পবিত্র কুরআনের ৪০% শব্দের অর্থ জেনে ফেলি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6743/muhammadjbd/30345#.U0VTFHaFH2E
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৪
154268
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : আবার শুরু করেন দেখবেন সব ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ ।
205232
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টটরি জন্য। কুরআন বুঝে পড়ার ক্ষেত্রে আমাদের দুর্বলতাই আমাদের মধ্যে বিেভেদের কারন।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৪
154269
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : বুঝার জন্য অনেক শুকরিয়া ।
205272
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৫
154270
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : শুকরিয়া ।
205281
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
আঁধার কালো লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টটরি জন্য।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৫
154271
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : জাযাক আল্লাহ খায়ের ।
205303
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো । সুন্দর পোষ্টটরি জন্য ধন্যবাদ ।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৫
154272
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ভালো লাগার জন্য ।
205310
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
মুহাম্মদ_২ লিখেছেন : চলুন প্রতিদিন পঠিত মাত্র ১০৫ টি শব্দের অর্থ শিখে পবিত্র কুরআনের ৪০% শব্দের অর্থ জেনে ফেলি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6743/muhammadjbd/30345#.U0VTFHaFH2E
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৬
154273
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : অনেক শুকরিয়া ভাই ।
205387
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৮
লন্ডন থেকে লিখেছেন : ভালো পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৬
154274
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন । আমীন !
205475
১০ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৯
শেখের পোলা লিখেছেন : কেয়ামতের দিন কোরআন হয় পক্ষে সাক্ষী দেবে নয় বিপক্ষে৷ আমরা যারা নাবুঝে শেখানো বুলির মত কোরআন পড়ি তাদের বিপক্ষে এই বলে সাক্ষী দেবে যে এরা সওয়াবের লোভে পড়েছে কিন্তু বোঝার চেষ্টাও করেনি আর বুঝলেও কাজে লাগায়নি৷ অতএব কোরআন নাজিলের উদ্দশ্যকেই ব্যর্থ করেছে৷
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৯
155757
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : জাযাকআল্লাহ খায়রান ।
১০
205488
১০ এপ্রিল ২০১৪ রাত ০৩:১৩
ভিশু লিখেছেন : আমীন!
Praying Praying Praying
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫০
155758
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : জাযাকআল্লাহ খায়রান ।
১১
205494
১০ এপ্রিল ২০১৪ রাত ০৩:২২
সাদিয়া মুকিম লিখেছেন : উসমান ইবনে আফফান (রা.) এবং হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) দুজনেই বলে গেছেন :
“হৃদয় যখন পবিত্র হয়, তখন তা কুর’আন পড়তে গিয়ে তৃপ্তি লাভ করে ক্ষান্ত হতে পারে না।(অর্থাৎ সে আরো বেশী বেশী করে কুর’আন পড়তে চাইবে)

শুকরিয়া আপনাকে।
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫২
155760
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপু । দোয়া করি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন ।
১২
205528
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৫
আল সাঈদ লিখেছেন : কোনআন এবং হাদীস না পড়লে সত্য এবং মিথ্যা বোঝার ক্ষমতা থাকেনা। কোনআন এবং হাদীসের আলোকেই জীবন সুন্দর হয়।
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫২
155761
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : জাযাকআল্লাহ খায়রান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File