''বাতিলের পথ ছাড়ো ''
লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ১৮ মার্চ, ২০১৪, ০৭:১৬:৫৬ সন্ধ্যা
জীবনের প্রতিক্ষনে প্রতিটি সময়
আসুক যতো বাধা
আল্লাহর গুণগান করবোই !
মানবনা বাতিলের কথা
একফোটা রক্ত যদি থাকে আমার
বাতিলকে করবো পরাজয় ইনশাআল্লাহ !
এটাই আমার পণ
আমি মুসলিম আমি মুসলিম !
এটাই আমার পরিচয়
আমি গর্বিত আমি সাহসী এইজন্য
আল্লাহকে ভয় করি তাই আল্লাহর পথে চলি
বাতিলের পথ ছাড়ো ? আল্লাহর পথে চলো
বাকা পথে না হেটে সোজা পথে চলো
এটাই সহজ পথ এটাই আসল পথ
নকলের পিছে হেটে আসলকে ফেলে দিয়ে
চলো নাকো আর শুধু মিছে পথে
বলো ? আল্লাহ বড়ো ! বলো ? আল্লাহ বড়ো
তবে কেন মিছেমিছি নকলের পথে চলো !
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন