কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন গড়ুন (পর্ব-৩)

লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ২৪ এপ্রিল, ২০১৩, ০৫:৫৩:৩৭ বিকাল

কোরআনের ধারাবাহিক অনুবাদ-

সূরা আল বাক্বারা,মদীনায় অবর্তীণ-আয়াত ২৮৬,রুকু-৪০

পূর্ব প্রকাশের পর...

৯.( মুখে ঈমানের দাবী করে ) এরা আল্লাহ তায়ালা ও তাঁর নেক বান্দাদের সাথে প্রতারনা করে যাচ্ছে, ( মূলত এ কাজের মাধ্যমে) তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোকা দিয়ে যাচ্ছে, যদিও (এ ব্যাপারে) তাদের কোনো প্রকারের চৈতন্য নেই ।

১০.( আসলে) এদের মনের ভেতর রয়েছে মারাত্নক) ব্যাধি,(প্রতারনার কারনে ) অতপর আল্লাহ তায়ালা( এদের সে ) ব্যাধি বাড়িয়ে দিয়েছেন,তাদের জন্য রয়েছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পীড়াদায়ক আযাব,কেননা, তারা মিথ্যা বলছিলো।

১১.তাদের যখন বলা হয়,তোমরা( এই শান্তিপূর্ণ) অশান্তি ( ও বিপর্যয়) সৃষ্টি করো না,তখন তারা বলে, না আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী।

১২.( অথচ) এরাই হচ্ছে যমীনে যাবতীয়) বিপর্যয় সৃষ্টিকারী,যদিও তারা (এ ব্যাপারে)কোনো চৈতন্য রাখে না।

১৩.তাদের যখন বলা হয়,অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনিভাবে ঈমান আনো,তারা বলে (হে নবী,তুমি কি চাও),আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি?( আসলে ) নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা ( এ কথাটা) জানে না!

চলবে ..........ইনশা আল্লাহ

বিষয়: বিবিধ

১৭৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File