ধর্ষণের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

লিখেছেন লিখেছেন আহমাদুললাহ ১৪ জানুয়ারি, ২০১৩, ০৬:৫৪:০৩ সন্ধ্যা



রাজধানীর মিরপুরে গার্মেন্টসের দুই কর্মীকে ধর্ষণ ও একজনকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর ভারপ্রাপ্ত বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নজরুল ইসলাম ও মোস্তাক। নজরুলের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার রামদেবপুর গ্রামে। আর মোস্তাকের বাড়ি ফরিদপুরের আলমডাঙ্গা উপজেলার পাটুরিয়া গ্রামে। আসামিরা বর্তমানে পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০০৬ সালের ১৮ অক্টোবর আশুলিয়ার এম লস্কর গার্মেন্টসের কর্মী বিউটি ও খালেদাকে মিরপুরে ভাড়াবাসায় ডেকে আনেন আসামিরা। পরে দুজনই আসামিদের ধর্ষণের শিকার হন। এরপর বিউটি ধর্ষণ করার বিষয়টি প্রকাশ করার হুমকি দিলে তাঁকে হত্যা করে, কয়েক টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেন আসামিরা। আর খালেদাকে আগের গার্মেন্টসে ফেরত পাঠিয়ে দেন।

পরে খালেদার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল হক বাদী হয়ে মামলাটি করেন। পরের বছরের ১৯ মে দুজনকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র দেয় পুলিশ।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File