আবুজাহেল ঈমান কেন আনেনি

লিখেছেন লিখেছেন আহমাদুললাহ ১২ জানুয়ারি, ২০১৩, ০৯:২৬:৫৩ রাত



আবুজাহেলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম ৯৩৬ বার ইসলামের দাওয়াত দিয়েছিলেন তবুও সে ঈমান আনেনি। কেন জানেনকি? আবুজাহেল বুঝে শুনে ঈমান আনেনি, অহংকার করে ঈমান আনেনি, সে বলে ছিল আল্লাহর কছম নিশ্চই মোহাম্মাদ অবশ্যই সত্য নবী , তখন তার এক বন্ধু বলেছিল তবে ঈমান আনছনা কেন? আবুজাহেল বলেছিল তালেতো আমি চাচা হয়ে ভাতিজার কাছে ছোট হয়ে মেনে চলতে হবে।

ইসলামের ওর্থইত আত্তসমার্পন করা,বা মানা।

বিষয়: বিবিধ

২১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File