আপনি জানেনকি ইসলামও মুসলিম জাতীর শ্ত্রু কারা?
লিখেছেন লিখেছেন আহমাদুললাহ ১২ জানুয়ারি, ২০১৩, ০৮:৩০:২৩ রাত
ইসলামের আসল শ্ত্রু হল ইহুদি জাতী । এই ইহুদি জাতী শুধু বর্তমান জামানার মুসলমানদের শ্ত্রু নয়, এই জাতী হযরত মুসা আঃ এর জাতী, হযরত মুসা আঃ যখন বলেছিলেন আল্লাহ তুমাদেরকে যুদ্ধকরার নির্দেশ দিচয়েছেন তখন তারা বলেছিল তুমিও তুমার আল্লাহ যদ্ধকর, আমরা চল্লাম, তারা বাড়ির ইদ্দেশ্যে রওনাদিলে আল্লাহ তাআলা তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আগের জায়গায় ফিরিয়ে এনেছিলেন, এই জাতী সেই ১১ ভাই যারা ইউসুফ আঃ কে হিংসা করে কুপে ফেলে দেয়ে ছিল, এই ইহুদি জাতী আমাদের প্রিয় নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে কষ্টদিয়েছে, এমনকি প্রিয় নবীর অফাতের পর তাঁর শরির মোবারক নিয়ে যেতে চেয়ে ছিল। তাই আল্লাহ তাআলা তাদেরকে মদীনা থেকে বিতাড়িত করার নির্দেশ দেয়ে ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে। সেই হাজার হাজার বছর পূর্বথেকে তারা ইসলাম ও মুসলিম জাতীর শ্ত্রু। আপনারা জানেনকি টুইন্টাওয়ার ধংষেরদিন ৫হাজার ইহুদী চাকুরী জীবির ১জনও সেখানে উপস্থিত ছিলনা। বিভিন্ন ভাবে আজ ইহুদীরা মুসলমানদেরকে ধংষ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই ঘুমথেকে জাগ হে মুসলিম জাতী চোখ তুলে চারিদিকে তাকাও, দেখ তুমি কাদের কবলে।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন