তুরস্কের সেনাঅভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষনীয় কি ?
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ১৬ জুলাই, ২০১৬, ০৮:৫৬:০৫ সকাল
#খালেদা জিয়ার শিক্ষনীয় ::
সেনাবাহিনীর আশায় উত্তর দিকে তাকিয়ে থাকলে হবে না। জনগনের মন রক্ষায় কাজ করতে হবে। তাহলে তারাই বিএনপিকে ক্ষমতায় বসাবে যদি জনগনের দাবী আদায়ে কাজ করতে পারে। কারন সেনাবাহিনীও কিছু করতে পারবে না যদি জনসমর্থন না থাকে।
#শেখ হাসিনার শিক্ষনীয় ::
শেখ হাসিনা তো জনগনের ভোটে নির্বাচিত নয় । তাই সেনাঅভ্যুত্থান হলে সে জনগনের সমর্থন পাবে না এবং তার জন্য কেও রাস্তায় নেমে সেনাবাহিনীর ট্যাংক দখল করবে না এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং গনতন্ত্র রক্ষায় তার উচিত হবে আরো সতর্ক থাকা। তবে পাশ্ববর্তী দেশ ভারতের সমর্থনে সে পালিয়ে যেতে সমর্থিত হলেও, ড : ইউনুসের পক্ষে থাকা যুক্তরাস্ট্র এবং মধ্যপ্রাচ্যের সমর্থন সে পাবে না এটা নিশ্চিত করেই বলা যায়।
সর্বোপরি , তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন জানাচ্ছি। আগামী ১০০ বছরে এমন নেতা তুরস্ক আর পাবে কিনা সন্দেহ। সে শুধু তুরস্কের নয়, বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম নেতা। আহমেদিনেজাদেরর পরে তাকেই আমি শ্রেষ্ঠ প্রেসিডেন্ট মনে করি।
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন