ইসলামের মানে বুঝতে চান ?
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২৮ নভেম্বর, ২০১৫, ১১:১৬:৪৩ সকাল
বেশ কয়েকদিন ধরেই টিভিতে সাচ্চা মুসলমানদের আনাগোনা দেখা যাচ্ছে।
তাদের একজন শাহরিয়ার কবির, অন্যান্যরাও নাস্তিকদের দোশর্। তারা এখন সাচ্চা মুসলমানদের প্রতিনিধিত্ব করছে।
আল কোরআনের বিভিন্ন আয়াতের আংশিক পড়ে শুনিয়ে তারা বড় বড় আলেমদেরকেও হার মানাচ্ছে।
যাদের মোছের আড়ালে ঠোট দেখা যায় না, তারা অনর্গল হাদিস বলে যাচ্ছে।
ইসলামিক টিভি বন্ধ হয়ে গেছে তাতে কি ? এখন একাত্তর টিভিতে টকশোতে ইসলামীক আলোচনা হচ্ছে আর সেখানে প্রধান বক্তা শাহবাগের মোমবাতি প্রজ্জ্বলনকারী , কপালে বড় টিপ ধারনকারী নাস্তিক ব্লগারদের পক্ষে মিছিলে থাকা প্রথম কাতারের খুশী কবির্। তিনি বিভিন্নভাবে ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন ।
এই হল বাংলাদেশের ইসলামের ব্যাখ্যা। নাস্তিকদের কাছ থেকে আমাদের নাকি ইসলাম শিখতে হবে। শেখ হাসিনা যখন বলে, হাদিসে আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন।
তখন সবাই বুঝে যায় এরা কোন কাতারের মুসলিম।
তাই সবাই ভন্ডদের থেকে সাবধান। ইসলাম বুঝতে আলেমদের কাছে যান।
বিষয়: বিবিধ
১৪৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন