নাস্তিকরাও কখন বিশাল বড় ইসলামিস্ট হয়ে যায় জানেন ?
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ০৭ আগস্ট, ২০১৫, ১১:৪৬:১৩ রাত
বিশ্বের যত বড় বড় নাস্তিক আছে তাদের নিউজফিডেও আপনি দেখবেন ইসলামের সুমহান বানী এবং তার চমৎকার বিশ্লেষণ ।
কখন জানেন ?
- যখন কোন নাস্তিক ব্লগার খুন হবে ।
সারাজীবন ইসলামকে গালি দিবে, আর তারাই ইসলামের দোহাই দিয়ে চাপাতির তলা থেকে রক্ষা পেতে চাইবে । ব্যাপারটা কেমন হাস্যকর না ?
কেও কেও আবার তার বিগত পোস্টের নিচে কমেন্ট করেছে ,
Dada, Rest In peace .
আরে ব্যাটা বলদ , সে যদি মৃত্যুর পর শান্তিতেই বিশ্বাস করত, তাহলে তো আস্তিকই হত, নাস্তিক আর হত না । কেও আবার তার জান্নাতও কামনা করেছে ।
সারাজীবন ধর্মকে গালি দেয়, আবার মরণের পর সেটাতেই আশ্রয় খোঁজে ।
হাস্যকর । ।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন