জানা-অজানা

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২৫ জুন, ২০১৩, ০৯:৫৮:৪২ সকাল

* আপনার ঠোটের মাপ জানেন? আপনার তর্জনী

আঙ্গুল যত লম্বা, আপনার ঠোটের দৈর্ঘ্যও তত!

বিশ্বাস না হইকে মেপে দেখেন।

* ঠান্ডা পানির চেয়ে গরম পানি বেশি তাড়াতাড়ি বরফ হয়।

* ৫০ বছর না হলে কোন গাছে ফল হয়

না জানেন?? ওক গাছ!

* শুক্রগ্রহে কোনো ঋতু নাই!! কিন্তু কেন??

কারন, মহাবিশ্বে শুক্রই একমাত্র গ্রহ যা কাত

হয়ে ঘুরে না!!

* আঙ্গুলের নখপায়ের আঙ্গুলের নখের চেয়ে ৪গুন

বেশি বড়!

* পৃথিবীর শীতলতম স্থান - রাশিয়ার

ভারখয়ানস্ক্।

* ইংল্যান্ডের সংসদের স্পিকারের কথা বলার

অনুমতি নাই!!

* বিশ্বের সবচেয়ে বড় ললিপপ টি লম্বায় ৫ ফুট ১১ ইঞ্ছি, প্রস্থে ৩ ফুট ছয় ইঞ্চি, ওজন ৩১০০ কেজি!

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File