হাসতেই হবে। বিফলে মূল্য ফেরত।

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২৯ মে, ২০১৩, ১২:৫৫:২০ দুপুর

১)

ছাত্রঃ স্যার, আপনি কিআইন সম্বন্ধে সবকিছু জানেন?

শিক্ষকঃ অবশ্যই জানি!!

ছাত্রঃ তাহলে স্যার আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, আপনি যদি ওই প্রশ্নগুলোর উত্তরদিতে পারেন তাহলে আপনি আমাকে আপনার সাবজেটে যা নম্বর দিয়েছেন

সেটি আমি মেনে নেব।আর যদি আপনি উত্তর দিতে না পারেনতাহলে আপনি আমাকে"এ" গ্রেড দিতে হবে।

শিক্ষক তাতে রাজি হল।।

ছাত্রটি স্যারকে জিজ্ঞেস করল" কোন

কাজটি আইনত বৈধ কিন্তু যুক্তিসঙ্গতনা,ক ­ ­োন কাজটি যুক্তিসঙ্গত কিন্তুবৈধ না, কোন কাজটি যুক্তিসঙ্গতও না আবার আইনত বৈধও না"

শিক্ষক এই প্রশ্নগুলোনিয়ে ­ ­ ঘণ্টার পর

ঘণ্টা চিন্তা করল কিন্তু নিজে কোন উত্তর বের করতে পারলনা।

কোন উত্তর দিতে না পেরে শেষে শিক্ষক ওই

ছাত্রকে "এ" গ্রেড দিয়ে দিল।

পরের দিন শিক্ষক ক্লাসে গিয়ে ছাত্রদেরএই

প্রশ্নটি করল। ক্লাসের সব ছাত্র হাত তুলল।

এতে শিক্ষকঅবাক হয়ে গেল।

তাদের মধ্য থেকে সে একজন ছাত্রকেউত্তর

দিতে বলল। ছাত্রটি বলল " স্যার আপনার বয়স ৬০ এবং আপনি বিয়ে করেছেন একজন ২৩বছরের মেয়েকে। এই

কাজটি আইনত বৈধ কিন্তু যুক্তিসঙ্গতনা।

আপনার স্ত্রী একজন ২৩ বছরের যুবকের

সাথে প্রেম করছে যেটি যুক্তিসঙ্গত কিন্তু

কোনমতেই বৈধ নয়।

আপনার স্ত্রীর প্রেমিক পরীক্ষায় একটি বিষয়ে ফেল করলকিন্তু তবুও আপনি তাকে"এ" গ্রেড দিয়েছেন।এই কাজটি যুক্তিসঙ্গতও না আবারআইনতবৈধও না।।।

ছাত্রের উত্তর শুনে শিক্ষক অচেতন হয়ে পরে গেল।

২)

এক মেয়ে লটারি তে ৫

কোটি টাকা পেয়েছে

কোম্পানি চিন্তা করলো হঠাৎ এই

সংবাদ

মেয়েকে জানালে মেয়ে খুশিতে মরে যেতে পারে

তাই চান্দু কে পাঠানো হল

এমনভাবে বলার জন্য

যাতে মেয়ে খুশিতে না মরে

চান্দু মেয়েকে গিয়ে বললঃ মনে করেন

আপনি ৫ কোটি টাকা পেলেন

তাহলে কি করবেন?

মেয়েঃ আপনার সামনে নাচবো,

আপনাকে ভালবাসবো, বিয়ে করব শুধু

এটাই না অর্ধেক আপনাকে দিয়া দিব!!

.

এই কথা শুনে

.

.

.

.

শালা চান্দু নিজেই খুশিতেমইরা গেল!!!!

৩)

অল্পবয়সী একটি ছে

নির্জন

একটি রাস্তা দিয়ে হে

যেতে যেতে পথের

ধারে একটি খালি বোত

পরে থাকতে দেখল।

তারপর

যা করে অল্পবয়সীরা,

বোতলে মারলএক

লাথি।

'হু হু হা হা হা',

বিকাটাকৃতিএক

জ্বীন

বেরিয়েএসে বলল,

“আমি জ্বীন

৫০০ বছর

ধরে এই বোতলের

মধ্যে আছি, বল

তোর

কি চাই?”

ছেলেটি প্রথমে ঘাবরে গেলে

কথা শুনে তো ভীষণ

খুশী।

ভাবল,

এইতো আমারকপালখুল

এখন

তো যা চাইব, তা-ই পাব।

একটু

ভেবে ছেলেটিবলল, ”

কি চাই?

গুলশানে একটা বাড়ী চ

জ্বীন বলল,

“গুলশানে একটা বাড়ী?

হু হু

হা হা হা”। তার পরপরই

সজোরে একটি চড়

কষিয়ে দিল

ছেলেটির

গালে।

ছেলেটি তো হতবাক,

“চড়

মারলেন কেন?”

জ্বীন বলে,

“ব্যাটা গর্দভ,

গুলশানে একটা বাড়ীই

যদি করতে পারতাম,

তবে কি ৫০০ বছর

ধরে বোতলের

মধ্যে থাকতাম?

(((মজা পাইলে লাইক দেন এই পেজটাতে https://www.facebook.com/pages/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9A%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%97%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F/222000241271717?fref=ts

বিষয়: বিবিধ

১৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File